AcerBangla Tech NewsGadgetsLaptoplatest techlatest tech newslatest technology newstech news todaytech worldtrending tech news

নতুন ইন্টেল চিপ সহ ভারতের বাজারে এসেছে Acer Aspire 5 ল্যাপটপ, দেখুন দাম অ ফিচার

এসার কোম্পানি ভারতের বাজারে তাদের নতুন প্রজন্মের Acer Aspire 5 (2023) মডেলের ল্যাপটপ নিয়ে এসেছে। এই ল্যাপটপটি 13th Gen Intel i5 এবং i7 দুটি ভেরিয়েন্টে বাজারে লঞ্চ হয়েছে

Acer Aspire 5 Laptop

আপনাদের জানিয়ে রাখি যে এই ল্যাপটপটি গত বছরের মডেলের তুলনায় অনেক উন্নত। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই ল্যাপটপটি সম্পর্কে বিস্তারিত তথ্য।

 

Acer Aspire 5 ল্যাপটপের দাম

Acer Aspire 5 ল্যাপটপের 13th Gen Intel Core i5 1335U প্রসেসর চিপ ভার্সনকে আপনি 70,990 টাকায় এবং 13th Gen Intel Core i7 1355U প্রসেসর চিপ ভার্সনকে 80,990 টাকায় ক্রয় করতে পারবেন। এই ল্যাপটপটি গ্রে মেটাল বডি কালারে উপলব্ধ রয়েছে। এই ল্যাপটপটিকে আপনারা Acer Store, Croma, Vijay Sales, ই-কমার্স সাইট Amazon থেকে কিনতে পারবেন।

এসার এস্পায়ার ৫ (13th Gen) ফিচার

Acer এর এই ল্যাপটপে একটি 14 ইঞ্চির ফুল এইচডি WUXGA ডিসপ্লে রয়েছে। যার স্ক্রীন রেজুলসন 1900 পিক্সেল বাই 1200 পিক্সেল। 60 হার্টজ রিফ্রেশ রেট, 16:10 এস্পেক্ট রেসিও, 170 ডিগ্রি ভিউ, LED ব্যাকলিট সহ একটি TFT LCD কীবোর্ড দেওয়া হয়েছে।

এটি 13 তম প্রজন্মের Intel i5 বা i7 চিপ বৈশিষ্ট্যযুক্ত। এটিতে একটি NVIDIA GeForce RTX 2050 GPU, 8GB ডুয়াল-চ্যানেল LPDDR4 SDRAM এবং 512GB NVMe স্টোরেজ দেওয়া হয়েছে। এটির আরও দুটি soDIMM মডিউল দ্বারা 32GB RAM পর্যন্ত বাড়ানো যেতে পারে।

এই (13th Gen) ল্যাপটপ-এ Windows 11 OS, মাল্টি টাচ জেসচার সাপোর্ট, Wi-Fi 6E ভার্সন, Bluetooth 5.2 ভার্সন, MU-MIMO প্রযুক্তি ইত্যাদি কানেক্টিভিটি রয়েছে। এতে দেওয়া হয়েছে 50WH ব্যাটারি, 65W চার্জিং-এর সুবিধা। এছাড়া রয়েছে স্টেরিও স্পিকার, HDMI, 3 USB 3.2 Gen 1 Type A পোর্ট, 1 USB 3.2 Gen 2 Type C Thunderbolt 4 পোর্ট, USB Type C পোর্ট ইত্যাদি।

 

Related Articles

Back to top button
Smartphone Offer- Samsung Galaxy S21 Plus 5G ফোনটিকে সস্তায় কেনার সুযোগ Tab Offer- Lenovo Tab M10 কে আসল দামের থেকে অনেক কমে কেনার সুযোগ