Bangla Tech Newstech guideTech NewsTech News Banglatech news todaytech tipsTech Tips Bangla

Yuvashree Apply Online – প্রতি মাসে ১৫০০ টাকা পাওয়ার জন্য যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করুন।

Apply for Yuvashree scheme 1500 per month
Apply for Yuvashree scheme 1500 per month

Apply for Yuvashree scheme 1500 per month- আমরা সবাই জানি যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার 2013 সালে একটি প্রকল্প শুরু করেছে যা যুবশ্রী প্রকল্প বা বেকারত্ব ভাতা নামে পরিচিত। মূলত, এই প্রকল্পের মাধ্যমে সরকার প্রতি মাসে রাজ্যের বেকার ছেলে-মেয়েদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1500 টাকা পাঠানোর ব্যবস্থা করে যাতে তাদের কর্মমুখী করে তোলা যায় এবং নিজেরাই বিভিন্ন ধরনের ব্যবসা চালু করতে পারে। বর্তমান চাকরির পরিস্থিতির জন্য অনেকে নিজেরাই বিভিন্ন ধরনের ব্যবসা করতে চাইছে, কিন্তু ব্যবসা করতে হলে মূলধনের প্রয়োজন হয় এবং এই মূলধনের ব্যবস্থা করছে পশ্চিমবঙ্গ সরকার।

অনেকেই যুবশ্রী প্রকল্পের কথা শুনেছেন এবং আবেদন করতে চান কিন্তু সঠিক আবেদন পদ্ধতি না জানার কারণে সময়মতো আবেদন করতে পারছেন না। অতএব, আজকের প্রতিবেদনে, নতুন বছরের শুরুতে এই প্রকল্পের জন্য কীভাবে আবেদন করতে হবে তার সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। একনজরে দেখে নিন।

আবেদন করার আগে আপনাকে এটি মাথায় রাখতে হবে, আপনি ঘরে বসেই সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে পারেন, এর জন্য আপনাকে কোথাও গিয়ে আবেদন করতে হবে না। আবেদন করার জন্য কিছু পদ্ধতি রয়েছে এবং কিছু নথির প্রয়োজন হবে, যার বিশদ বিবরণ নীচে আলোচনা করা হল।

আরও পড়ুনঃ

Yuvashree Scheme  কিভাবে আবেদন করতে হবে?

সর্বপ্রথম আপনাকে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে ভিসিট করতে হবে (https://employmentbankwb.gov.in/)। এরপর New Enrollment Job Seeker অপশনে ক্লিক করতে হবে। এবার আপনার সামনে একটি পেজ আসবে যেখানে T&C বক্সে টিক মার্ক দিয়ে Accept & Continue বাটানে ক্লিক করতে হবে। এবার একটি ফর্ম খুলবে, যেখানে আপনাকে আপনার নিজেদের নাম, বাবার নাম, মোবাইল নাম্বার, আধার কার্ড নাম্বার, বৈধ ইমেইল আইডি, ও ফটো আপলোড করে সাবমিট করতে হবে। সমস্ত কিছু একবার ভাল করে চেক করে সাবমিট করলে একটি টেম্পোরারি এনরোলমেন্ট নাম্বার পেয়ে যাবেন সেটিকে প্রিন্ট করে আপনার কাছে রেখে দেবেন।

এবার আপনাকে কিছু দিন অপেক্ষা করতে হবে এবং আপনার অ্যাপ্লিকেশনটি গ্রহণ হয়েছে কিনা সে আপনারা জানতে পারবেন। এছাড়াও আপনি টেম্পোরারি এনরোলমেন্ট নাম্বার দিয়ে আপনার আবেদনের পরিস্থিতি চেক করতে পারবেন। এই ভাবেই বাড়িতে বসে আপনি নিজে থেকে এই প্রকল্প আবেদন করতে পারেন না। এবার চলুন দেখেনি এই প্রকল্পে আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে।

যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে কি কি নথি প্রয়োজন?

  • বসবাসের প্রমাণপত্র হিসেবে আধার কার্ড/ ভোটার কার্ড/ রেশন কার্ড/ পাসপোর্ট লাগবে।
  • আবেদনকারীর নাম এবং জন্ম তারিখের প্রমাণ হিসাবে দিতে হবে মাধ্যমিক পাস সার্টিফিকেট/ এডমিট কার্ড বা জন্ম সার্টিফিকেট।
  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণ হিসেবে মার্কশিট বা পাস সার্টিফিকেট।
  • জাতগত শংসাপত্র হিসাবে দিতে হবে SC/ ST/ OBC) সার্টিফিকেট।
  • শারীরিক প্রতিবন্ধকতা থাকলে সেই সার্টিফিকেট দিতে হবে।

আরও পড়ুনঃ

Related Articles

Back to top button
Smartphone Offer- Samsung Galaxy S21 Plus 5G ফোনটিকে সস্তায় কেনার সুযোগ Tab Offer- Lenovo Tab M10 কে আসল দামের থেকে অনেক কমে কেনার সুযোগ