Bangla NewsBangla Tech NewsIndiaLaptoplatest techlatest tech newslatest technology newsTech BanglaTech NewsTech News Banglatech news todaytech worldTechnology Newstrending tech news

HP Pavilion Plus 14 and Plus 16 Laptop Features

ভারতে HP Pavilion Plus সিরিজের ল্যাপটপের দাম ১,২৪,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। এতে রয়েছে ১৩তম ইন্টেল কোর আই৭ প্রসেসর

HP কোম্পানি ভারতের বাজারে নিয়ে এসেছে তাদের Pavilion Plus সিরিজের অধীনে দুটি নতুন নোটবুক। যাদের মডেল নাম্বার হল HP Pavilion Plus 14 এবং HP Pavilion Plus 16। এই দুটি ল্যাপটপেই আপনি পেয়ে যাবেন ১৩তম ইন্টেল কোর আই৭ প্রসেসর, এনভিডিয়া আরটিএক্স ৩০৫০ গ্রাফিক্স কার্ড এবং ১৪/১৬ ইঞ্চির ওএলইডি ডিসপ্লে। এছাড়াও রয়েছে উন্নত মানের ভিজ্যুয়াল, অডিও এবং প্রিমিয়াম-গ্রেড ডিজিটাল কন্টাক্ট দেখার সুবিধার আইম্যাক্স (IMAX) এনহ্যান্স সার্টিফায়েড ডিসপ্লে। তাহলে চলুন দেখে নেওয়া যাক বাজারে আসা HP Pavilion Plus সিরিজের ল্যাপটপ দুটির দাম ও ফিচার সম্পর্কে বিস্তারিত তথ্য।

নতুন এইচপি প্যাভিলিয়ন প্লাস ১৪ ল্যাপটপটির দাম ৯১,৯৯৯ টাকা ধার্য করা হয়েছে। এটিকে আপনি মুনলাইট ব্লু এবং ন্যাচারাল সিলভার কালারে কিনতে পারবেন। এদিকে এইচপি প্যাভিলিয়ন প্লাস ১৬ ল্যাপটপের দাম শুরু হচ্ছে ১,২৪,৯৯৯ টাকা থেকে। এটিকে ওয়ার্ম গোল্ড এবং ন্যাচারাল সিলভার কালারে বাজারে আনা হয়েছে।

আরও পড়ুনঃ

HP Pavilion Plus 14 ল্যাপটপ ফিচার

এইচপি প্যাভিলিয়ন প্লাস ১৪ ল্যাপটপে দেওয়া হয়েছে ১৪-ইঞ্চির সর্বাধিক ২.৮কে OLED ডিসপ্লে। যা ১৬:১০ এসপেক্ট রেশিও এবং ৮৮% স্ক্রিন-টু-বডি রেশিও সাপোর্ট করবে। এই মডেলটির ডিসপ্লে আইম্যাক্স এনহ্যান্স প্রযুক্তি সার্টিফায়েড। পারফরম্যান্সের জন্য এতে আপনি পেয়ে যাবেন ১৩তম প্রজন্মের ইন্টেল কোর আই৭/ এএমডি রাইজেন ৭ ৭৮৪০এইচ প্রসেসর। পাওয়ার ব্যাকআপের এতে ১৩ ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক টাইম অফার করার ব্যাটারি দেওয়া হয়েছে। এই বেস ল্যাপটপটির ১৭.৫ মিমি পুরু এবং এর ওজন ১.৪ কেজি।

HP Pavilion Plus 16 ল্যাপটপ ফিচার

এইচপি প্যাভিলিয়ন প্লাস ১৬ ল্যাপটপে আপনি পেয়ে যাবেন ১৬-ইঞ্চির ২.৫কে WQXGA ডিসপ্লে। এই ডিভাইসের ডিসপ্লে ১৬:১০ এসপেক্ট রেশিও,  ১২০ হার্টজ ভ্যারিয়েবল রিফ্রেশ রেট, এবং ৯০% স্ক্রিন-টু-বডি রেশিও সাপোর্ট করবে। ডিসপ্লেটি ওয়াইম্যাক্স এনহ্যান্স প্রযুক্তি সমর্থন করায়, দুর্দান্ত ভিউয়িং অভিজ্ঞতা প্রদান করবে।

দ্রুত পারফরমান্সের জন্য এই ল্যাপটপে ১৩তম প্রজন্মের ইন্টেল কোর আই৭ প্রসেসর এবং এনভিডিয়া আরটিএক্স ৩০৫০ জিপিইউ দেওয়া হয়েছে। এতে ৫ মেগাপিক্সেলের IR ওয়েব ক্যামেরাও আপনি পেয়ে যাবেন। এই ফ্রন্ট ক্যামেরার সাথে ম্যানুয়াল ক্যামেরা শাটার দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য এতে আপনি ওয়াই-ফাই ৬ই ভার্সন পেয়ে যাবেন। এইচপি প্যাভিলিয়ন প্লাস ১৬ ল্যাপটপে পাওয়ার ব্যাকআপের জন্য ৬৮Whr ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ

Related Articles

Back to top button
Smartphone Offer- Samsung Galaxy S21 Plus 5G ফোনটিকে সস্তায় কেনার সুযোগ Tab Offer- Lenovo Tab M10 কে আসল দামের থেকে অনেক কমে কেনার সুযোগ