Bangla Tech Newslatest techlatest tech newsLavaMobile PhoneNew SmartphoneSmartphoneTech BanglaTech News Banglatech news todaytech worldTechnology Newstrending tech news

Lava Blaze Curve 5G লঞ্চের আগে এই সাইটে তালিকাভুক্ত

Lava Blaze Curve 5G ফোনে কি কি থাকবে দেখেনিন একনজরে

Lava Blaze Curve 5G phone coming
Lava Blaze Curve 5G phone coming

Lava Blaze Curve 5G phone coming- Lava কোম্পানি তাদের Lava Blade Curve 5G স্মার্টফোনকে ভারতের বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এই ফোনটি লাভা কোম্পানি আগামী ৫ই মার্চ ভারতের বাজারে লঞ্চ করবে। ইতিমধ্যেই এই ফোন সম্পর্কে অনেক তথ্য বাইরে বেরিয়ে এসেছে। এখন এই ফোনটি Google Play Console, Geekbench ডেটাবেস এবং BIS সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। ফোনটির রেন্ডার এবং গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন ডাটাবেসে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ

জানা গেছে যে ভারতের বাজারে এই স্মার্টফোনটির দাম ১৬ হাজারে থেকে ১৯ হাজার টাকার মধ্যে হবে। তবে ফোনটির অফিসিয়াল দাম জানতে আমাদের অপেক্ষা করতে হবে আগামী ৫ই মার্চ পর্যন্ত।

Lava Blade Curve 5G ফোন ফিচার

লাভা জানিয়েছে যে তাদের নতুন স্মার্টফোনটি ৫ই মার্চ ভারতের বাজারে লঞ্চ হবে। সম্প্রতি, এই ফোনের মাইক্রোসাইটটি অ্যামাজনে লাইভ করা হয়েছে, ফলে এই ফোনের অনলাইন বিক্রয়ের পাশাপাশি কিছু স্পেসিফিকেশনও জানা গেছে। লাভা জানিয়েছে যে পারফরমান্সের জন্য এই আসন্ন স্মার্টফোনটিতে MediaTek Dimensity 7050 SoC দেওয়া হবে। এর সাথে এই ফোনে 8GB LPDDR5 RAM এবং 256GB UFS 3.1 স্টোরেজ যুক্ত করা হবে।

আরও জানা গেছে যে এই স্মার্টফোনে ভার্চুয়াল র‌্যাম ফিচার সাপোর্ট দেওয়া হবে। কোম্পানির টিজার অনুসারে, এই ফোনে ডুয়াল স্টেরিও স্পিকার, কার্ভড AMOLED ডিসপ্লে এবং 64 মেগাপিক্সেলের প্রাইমারি গোল্ড সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে।

আরও পড়ুনঃ

Related Articles

Back to top button
Smartphone Offer- Samsung Galaxy S21 Plus 5G ফোনটিকে সস্তায় কেনার সুযোগ Tab Offer- Lenovo Tab M10 কে আসল দামের থেকে অনেক কমে কেনার সুযোগ