5G5G SmartphoneBangla NewsBangla Tech NewsMobile PhoneOppoOppo SmartphoneSmartphone

দুর্দান্ত ফিচার সহ 18ই জুলাই ভারতের বাজারে আসছে Oppo Reno8 5G স্মার্টফোন, দেখুন ফিচার

স্মার্টফোন নির্মাতা কোম্পানি Oppo আবার একটি নতুন 5G স্মার্টফোন আনতে চলেছে। 18ই জুলাই ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে ওপ্পো কোম্পানির নতুন 5G স্মার্টফোন Oppo Reno8 5G।

Oppo Reno8 5G

 

Oppo Reno8 5G ফোনটিকে ই-কমার্স সাইট ফ্লিপকার্টে তালিকাভুক্ত করা হয়েছে। সেখানে ফোনটির লঞ্চ ডেট এনং ফিচার সম্পর্কে কিছু তথ্য তুলে ধরা হয়েছে। এই ই-কমার্স সাইট অনুযায়ী ফোনটি আগামি 18ই জুলাই সন্ধ্যা 6 টা সময় লঞ্চ হবে।

Reno8 5G ফোনে রয়েছে 5G নেটওয়ার্ক সাপোর্ট, 80W SupervoocTM চারজিং সাপোর্ট, MediaTek Dimensity 1300 প্রসেসর, এবং AMOLED ডিসপ্লে। ফোনটির দাম রাখা হয়েছে 29,999 টাকা। এদিকে Oppo Reno8 Pro 5G স্মার্টফোনের দাম রাখা হয়েছে 45,999 টাকা। তাহলে চলুন দেখে নেওয়া যাক ফোনটির ফিচার সম্পর্কে বিস্তারিত তথ্য।

Oppo Reno8 5G ফোন ফিচার

Reno8 5G ফোনে পেয়ে যাবেন 6.43-ইঞ্চির ফুল HD+ AMOLED পাঞ্চ হোল ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 180 হার্টজ। এর স্ক্রীন রেজুলসন 1080 পিক্সেল বাই 2400 পিক্সেল এবং 409ppi পিক্সেল ডেনসিটি। এর ডিসপ্লেতে করনিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন দেওয়া হয়েছে। সিকুরিটির জন্য এই ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে রয়েছে 4,500mAh এর ব্যাটারি, 80W SUPERVOOCTM চার্জিং সাপোর্ট করবে।
 
ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরাগুলো হল 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 02-মেগাপিক্সেল ওয়াইড-এঙ্গেল সেন্সর এবং 02-মেগাপিক্সেল ডেপথ সেন্সর। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এটিতে একটি 32-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাও দেওয়া হয়েছে।
 
পারফরম্যান্সের জন্য এতে MediaTek Dimensity 1300 Octa-core প্রসেসর দেওয়া হয়েছে। ফোনটি 08GB RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজ সহ আসতে চলেছে। কানেক্টিভিটির জন্য এতে ডুয়াল সিম, Wi-Fi, 5G, 4G নেটওয়ার্ক, Bluetooth v5.3 ভার্সন, GPS, এনএফসি, ইউএসবি টাইপ সি পোর্ট থাকছে।

Related Articles

Back to top button
Smartphone Offer- Samsung Galaxy S21 Plus 5G ফোনটিকে সস্তায় কেনার সুযোগ Tab Offer- Lenovo Tab M10 কে আসল দামের থেকে অনেক কমে কেনার সুযোগ