5Glatest techlatest tech newsMobile PhonePocoSmartphoneTech BanglaTech News Banglatech news todaytech worldTechnology Newstrending tech news

Poco X6 Neo ফোনটি খুব শীঘ্রই ভারতের বাজারে আসতে চলেছে

Poco X6 Neo ভারতের বিআইএস (BIS) সার্টিফিকেশন হাজির হয়েছে

Poco X6 Neo স্মার্টফোন- শাওমি কোম্পানি সাব-ব্র্যান্ড Poco সাশ্রয়ী মূল্যে ভালো ফোন বিক্রির জন্য বিশ্ববাজারে খুবই জনপ্রিয়। শীঘ্রই বাজারে এমন একটি নতুন স্মার্টফোন লঞ্চ করবে বলে জল্পনা চলছে। যা এখন ভারতের বিআইএস (BIS) সার্টিফিকেশন হাজির হয়ে লঞ্চের সম্ভাবনা উস্কে দিয়েছে। বলা হচ্ছে ফোনটির নাম হবে Poco X6 Neo।

Poco X6 Neo

আরও পড়ুনঃ

Poco X6 Neo ভারতের BIS ওয়েবসাইটে লিস্ট হয়েছে

Poco X6 Neo ভারতীয় স্ট্যান্ডার্ড সার্টিফিকেশন প্ল্যাটফর্মে হাজির হয়েছে। তালিকাটি প্রকাশ করে যে, এটি “2312FRAFDI” মডেল নম্বর বহন করে। এই ফোনের মডেল নম্বরটি Redmi Note 10 Pro (2311FRAFDC) এর মডেল নম্বরের সাথে বেশ মিল রয়েছে। এটি ইঙ্গিত দেয় যে Poco X6 Redmi ফোনের একটি রিব্র্যান্ডেড সংস্করণ হিসাবে বাজারে আসতে পারে।

আপনাদের জানিয়ে রাখি যে, আজ চীনে আনুষ্ঠানিকভাবে Redmi Note 13R Pro স্মার্টফোন লঞ্চ হয়েছে। স্পেসিফিকেশন সম্পর্কে কথা বললে, ফোনটির সামনে একটি ৬.৬৭ ইঞ্চির ফুল HD+ OLED ডিসপ্লে রয়েছে এবং এর পিছনে ১০৮ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে। স্মার্টফোনটি MediaTek Dimensity 6080 প্রসেসর সহ এসেছে। এতে ১২জিবি র‍্যাম এবং ২৫৬জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য Redmi Note 13R Pro ফোনে ৫০০০এমএএইচ-এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে।

ডিভাইসটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেম চলবে এবং সিকুরিটির জন্য এতে সাইড-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ বেস কিছু আকর্ষণীয় ফিচার রয়েছে। যেহেতু Poco X6 Neo নতুন Redmi Note 13R Pro এর রি-ব্র্যান্ডেড সংস্করণ হতে পারে, তাই Poco তার ফোনে একই স্পেসিফিকেশন দিতে পারে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুনঃ

Related Articles

Back to top button
Smartphone Offer- Samsung Galaxy S21 Plus 5G ফোনটিকে সস্তায় কেনার সুযোগ Tab Offer- Lenovo Tab M10 কে আসল দামের থেকে অনেক কমে কেনার সুযোগ