latest techlatest tech newsTabletTech BanglaTech NewsTech News Banglatech worldTechnology Newstrending tech newsXiaomi

Xiaomi Pad 6 Max ট্যাবলেট লঞ্চ হল ১০ হাজার ব্যাটারি সহযোগে

Xiaomi Pad 6 Max ট্যাবলেটের সাথে আপনি কিনতে পারবেন স্মার্ট টাচ কী-বোর্ড এবং স্টাইলাস, যেগুলির দাম যথাক্রমে প্রায় ৯,১০০ টাকা ও প্রায় ৫,৭৯৯ টাকার মত।

Xiaomi Pad 6 Max

Xiaomi আজ তার হোম-মার্কেটে একটি মেগা ইভেন্টের আয়োজন করেছিল। কোম্পানি Xiaomi Pad 6 সিরিজের অধীনে একটি নতুন Xiaomi Pad 6 Max নামে ট্যাবলেট লঞ্চ করেছে। আপনাদের জানিয়ে রাখি যে, কোম্পানি এই জনপ্রিয় সিরিজের অধীনে স্ট্যান্ডার্ড Xiaomi Pad 6 এবং Xiaomi Pad 6 Pro মডেল লঞ্চ করাছিল। এদের তুলনায় নতুন মডেলে আপগ্রেড ফিচার দেওয়া হয়েছে।

এতে রয়েছে 120 হার্টজ রিফ্রেশ রেট সহ LCD ডিসপ্লে, Qualcomm Snapdragon 8+ Gen 1 প্রসেসর, 50 মেগাপিক্সেল যুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট এবং 10,000mAh-এর ব্যাটারি। এছাড়াও ডিভাইসের সামনে 3D ToF সেন্সর রয়েছে, যা একটি ইন্ডিকেটর লাইট হিসাবে কাজ করবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক Xiaomi Pad 6 Max ট্যাবলেটের দাম এবং ফিচার সম্পর্কে বিস্তারিত তথ্য।

আরও পড়ুনঃ Oppo A78 4G স্মার্টফোন 5000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার

Xiaomi Pad 6 Max ট্যাবলেটটিকে মোট 4টি স্টোরেজ কনফিগারেশনে আনা হয়েছে। এদের দাম হল- 8GB RAM ও 256GB স্টোরেজ সহ বেস ভেরিয়েন্টর দাম ভারতীয় মুল্যে প্রায় 43,400 টাকার মত, এদিকে 12GB RAM ও 256GB স্টোরেজ ভেরিয়েন্ট এর জন্য আপনাকে দিতে হবে প্রায় 45,700 টাকার মত। আবার 12GB RAM ও 512GB স্টোরেজ ভেরিয়েন্ট-এর দাম রাখা হয়েছে প্রায় 50,200 টাকার মত। এই ডিভাইসটির টপ-এন্ড অর্থাৎ 16GB RAM ও 1TB স্টোরেজ ভেরিয়েন্ট-এর দাম রাখা হয়েছে প্রায় 54,800 টাকার মত।

নতুন ট্যাবলেটটিকে কালো এবং সিলভার রঙে ক্রয় করা যাবে। ডিভাইসটির সাথে স্মার্ট টাচ কীবোর্ড এবং স্টাইলাসও কেনা যাবে, যাদের দাম যথাক্রমে ভারতীয় মুল্যে প্রায় 9,100 টাকা এবং 5,799 টাকার মত।

Xiaomi Pad 6 Max এর ফিচার

Xiaomi Pad 6 Max ট্যাবলেটে একটি মেটাল ইউনিবডি এবং পিছনের প্যানেলে একটি বর্গাকার আকৃতির ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে। যার কারণে ডিভাইসটি একটি প্রিমিয়াম লুক প্রদান করবে। এটিতে 14-ইঞ্চির এলসিডি ডিসপ্লে রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট এবং 2.8K পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করবে।

Xiaomi ব্র্যান্ডের এই সর্বশেষ ট্যাবলেটটি ডলবি অ্যাটমস প্রযুক্তি দ্বারা সমর্থিত একটি আট-স্পীকার সিস্টেম প্যাক করে। অতিরিক্ত গরমের সমস্যা কমাতে, এটিতে 15,839 মিমি এলাকা জুড়ে একটি তাপ অপচয় করার ব্যবস্থা রয়েছে। এই ডিভাইসটি একই সাথে চারটি অ্যাপের সাথে সংযোগ করার সুবিধার জন্য স্প্লিট স্ক্রিন মোড অফার করে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ট্যাবলেটে 10,000mAh-এর ব্যাটারি দেওয়া হয়েছে যা 67W ফাস্ট চার্জিং এবং 33W রিভার্স চার্জিং সাপোর্ট করবে। ব্যাটারির আয়ু বাড়াতে সার্জ জি১ প্রোটেকশন চিপ ব্যবহার করা হয়েছে।

Xiaomi Pad 6 Max ট্যাবলেটের পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরাগুলো হলো- 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং 02 মেগাপিক্সেলের ডেপথ লেন্স। সেলফির জন্য এর সামনে একটি 20-মেগাপিক্সেল প্রাইমারি শ্যুটার এবং ফেসিয়াল আনলকের জন্য একটি 3D ToF সেন্সর দেওয়া হয়েছে। পারফরম্যান্সের জন্য ডিভাইসটিতে Qualcomm Snapdragon 8+ Gen 1 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি 16GB পর্যন্ত RAM এবং 1TB পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। ডিভাইসটিতে Android 13 ভিত্তিক MIUI প্যাড 14 কাস্টম স্কিন অপারেটিং সিস্টেম প্রি-লোড করা হয়।

আরও পড়ুনঃ NoiseFit Fuse Plus স্মার্টওয়াচ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার

Related Articles

Back to top button
Smartphone Offer- Samsung Galaxy S21 Plus 5G ফোনটিকে সস্তায় কেনার সুযোগ Tab Offer- Lenovo Tab M10 কে আসল দামের থেকে অনেক কমে কেনার সুযোগ