Bangla Tech NewsGadgetsSmartwatchtech news todayTechnology Newstrending tech newsWatchXiaomi

Xiaomi Watch 3 স্মার্টওয়াচ ই-সিম সাপোর্ট সহ স্মার্টওয়াচ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার

Xiaomi Watch 3 স্মার্টওয়াচের স্ট্যান্ডার্ড ভার্সনের দাম ৭৯৯ ইউয়ান (ভারতীয় মুল্যে প্রায় ৯,০৮৭ টাকা ) এবং ই-সিম ভার্সনের দাম ৯৯৯ ইউয়ান (ভারতীয় মুদ্রায় প্রায় ১১,৩৬০ টাকার মত) রাখা হয়েছে।

চীনে অনুষ্ঠিত টেকজায়ান্ট Xiaomi-র মেগা লঞ্চ ইভেন্টে Xiaomi 14 এবং Xiaomi 14 Pro স্মার্টফোনের সাথে লঞ্চ হয়েছে Xiaomi Watch 3 স্মার্টওয়াচ। এটি কোম্পানির সর্বপ্রথম স্মার্টওয়াচ, যা শাওমি হাইপার ওএস দ্বারা চলবে। এতে দেওয়া হয়েছে অভিনব রিপ্লেসেবল বেজেল। একবার চার্জে স্মার্টওয়াচটি ১৫ দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম, যা কোম্পানি দাবি করে। তাহলে চলুন দেখে নেওয়া যাক নতুন Xiaomi Watch 3 স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত।

Xiaomi Watch 3

চিনের বাজারে Xiaomi Watch 3 স্মার্টওয়াচের স্ট্যান্ডার্ড ভার্সনের দাম ৭৯৯ ইউয়ান (ভারতীয় মুদ্রায় প্রায় ৯,০৮৭ টাকার মত) রাখা হয়েছে। এদিকে ই-সিম ভার্সনের জন্য আপনাকে খরচ করতে হবে ৯৯৯ ইউয়ান (ভারতীয় মুদ্রায় প্রায় ১১,৩৬০ টাকার মত)। এটিকে ব্ল্যাক এবং সিলভার কালারে নিয়ে আসা হয়েছে।

আরও পড়ুনঃ

Xiaomi Watch 3 স্মার্টওয়াচ ফিচার

শাওমি ওয়াচ ৩ সরু বেজেল সহ ১.৪৩ ইঞ্চি গোলাকৃতির অ্যামলেড ডিসপ্লের সাথে বাজারে লঞ্চ হয়ছে, যা ৬০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৮ বিট স্ক্রিন সাপোর্ট করবে। এই ডিসপ্লেটি ৩২৬ পিপিআই কালার গ্যামুট এবং সর্বোচ্চ ৬০০ নিট ব্রাইটনেস প্রদান করবে।

ঘড়িটির বিশেষ বৈশিষ্ট্য হলো এর ভারসেটাইল বেজেল, যা ব্যবহারকারী তার স্টাইল অনুযায়ী পরিবর্তন করতে পারবে। আবার এর বেজেল পরিবর্তন করলে স্বয়ংক্রিয়ভাবে ওয়াচফেসও পরিবর্তিত হয়ে যাবে। হেলথ ফিচার হিসেবে এতে রয়েছে হার্টরেট মনিটর, স্লিপ ট্র্যাকার, ট্রেস মনিটর ইত্যাদি ফিচার। ঘড়িটিতে ডুয়াল ব্যান্ড স্যাটেলাইট পজিশনিং উপলব্ধ করা হয়েছে।

Xiaomi Watch 3 স্মার্টওয়াচে অপারেটিং সিস্টেম হিসাবে এতে হাইপার ওএস সিস্টেম দেওয়া হয়েছে, যা ই-সিম সাপোর্ট করবে। অর্থাৎ আপনি স্মার্টফোন ছাড়াই সরাসরি ওয়াইফাইয়ের সাথে ঘড়িটি যুক্ত করে ফোন কল করতে পারবে। পাওয়ার ব্যাকআপের কথা বললে, এটি একবার চার্জে ১৫ দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দেবে, যা কোম্পানি দাবি করেছে।

আরও পড়ুনঃ

Related Articles

Back to top button
Smartphone Offer- Samsung Galaxy S21 Plus 5G ফোনটিকে সস্তায় কেনার সুযোগ Tab Offer- Lenovo Tab M10 কে আসল দামের থেকে অনেক কমে কেনার সুযোগ