Gadgetslatest techlatest tech newslatest technology newsSmartwatchTech News Banglatech news todaytech worldTechnology NewsWatchXiaomi

Xiaomi Watch S3 স্মার্টওয়াচ নতুন ডিজাইন সহ আগামীকাল লঞ্চ হবে

Xiaomi Watch S3 প্রথম HyperOS চালিত স্মার্টওয়াচ হিসেবে আগামীকাল অর্থাৎ ২৬শে অক্টোবর লঞ্চ হচ্ছে।

Xiaomi Watch S3

Xiaomi কোম্পানি ২৬শে অক্টোবর একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করেছে। এই ইভেন্টে Xiaomi 14 সিরিজের ফোন লঞ্চ হবে। এছাড়াও লঞ্চ হবে নতুন টিভি এস প্রো সিরিজও। আজ আবার তথ্য পাওয়া গেছে যে এই ইভেন্টে শাওমি কোম্পানি Xiaomi Watch S3 স্মার্টওয়াচ উন্মোচন করবে। এর দাম সম্পর্কে কোন তথ্য এখনও পর্যন্ত জানা যায়নি।

আরও পড়ুনঃ

Xiaomi Watch S3

শাওমি ওয়াচ এস৩ কালো এবং সিলভার রঙে উপলব্ধ হবে। এটি বিভিন্ন স্ট্র্যাপের রঙেও আসতে পারে। কয়েকদিন আগে একটি রিপোর্টে দাবি করা হয়েছিল যে নতুন স্মার্টওয়াচে থাকবে একটি ১.৪৩-ইঞ্চির রাউন্ড AMOLED ডিসপ্লে। ডিসপ্লের চারপাশে হালকা বেজেল থাকবে, যা ৬০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৬০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে।

নাম অনুসারে অনুমান করা হচ্ছে যে, এটি Xiaomi Watch S2-এর উত্তরসূরি হবে। এটিও প্রকাশ হয়েছে যে নতুন মডেলটি একটি নতুন ডিজাইন এবং নতুন সফ্টওয়্যার সহ বাজারে আসবে।

আবার Xiaomi Watch S3 হবে HyperOS অপারেটিং সিস্টেমে চালানো প্রথম স্মার্টওয়াচ। এই নতুন সফটওয়্যারটি MIUI অপারেটিং সিস্টেমকে প্রতিস্থাপন করেছে। যদিও এর ফিচার সম্পর্কে এখনও পর্যন্ত তেমন কিছু জানা যায়নি।

আরও পড়ুনঃ

Related Articles

Back to top button
Smartphone Offer- Samsung Galaxy S21 Plus 5G ফোনটিকে সস্তায় কেনার সুযোগ Tab Offer- Lenovo Tab M10 কে আসল দামের থেকে অনেক কমে কেনার সুযোগ