বাজারে আসতে চলেছে OnePlus Pad, থাকবে দুর্দান্ত ফিচার

OnePlus Pad- মোবাইল নির্মাতা কোম্পানি OnePlus-কে নিয়ে বেশ কয়েকদিন ধরেই কানাঘুষো চলছে। জানা গেছে যে, OnePlus খুব তাড়াতাড়ি তাদের OnePlus 11 সিরিজের ফোন নিয়ে আসতে পারে বাজারে। OnePlus 11 সিরিজের মধ্যে OnePlus 11, OnePlus 11 Pro ফোন দুটি থাকতে পারে

OnePlus Pad


আরও পড়ুনঃ Vivo Y76s (t1 Version) স্মার্টফোন 50MP ক্যামেরা এবং 12GB RAM সহ লঞ্চ, দেখুন দাম

আবার কোম্পানি তাদের নতুন 11 সিরিজ এবং নর্ড ফোন ছাড়াও নিয়ে আসতে চলেছে নতুন একটি OnePlus ট্যাব। আগামী বছরেই তা লঞ্চ বলে জানা গিয়েছে। এর আগেও বেশ কয়েকবার এই ট্যাব সম্পর্কে বেশ কিছু তথ্য সামনে এসেছিল।

সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, OnePlus কোম্পানি তাদের প্রথম OnePlus Pad লঞ্চ করতে পারে আগামী বছর অর্থাৎ ২০২৩ শে। তবে কোম্পানির পক্ষ থেকে এখনও নির্দিষ্ট করে OnePlus Pad লঞ্চের কোনও তারিখ ঘোষণা করা হয়নি। কোম্পানি OnePlus Pad সম্পর্কে কোনও তথ্যই প্রকাশ এখনও পর্যন্ত করেনি। কিন্তু বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, আগামী বছরের প্রথম ছ’মাসের মধ্যেই OnePlus লঞ্চ করতে চলেছে তাদের প্রথম অ্যান্ড্রয়েড ট্যাবলেট OnePlus Pad ।

আরও পড়ুনঃ Nokia T21 ট্যাবলেট লঞ্চ হল, রয়েছে 2K ডিসপ্লে, 8200mAh ব্যাটারি ও UNISOC T612 প্রসেসর
OnePlus Pad ভারতের বাজারে উপলব্ধ Redmi Pad, Xiaomi Pad এবং অন্য অ্যান্ড্রয়েড ট্যাবলেটকে জোর টক্কর দেবে। কোম্পানির পক্ষ থেকে এই ট্যাবটির দাম সম্পর্কে কোন তথ্য প্রকাশ করা হয়নি। তবে রিপোর্ট অনুযায়ী ভারতের বাজারে এর দাম 20 হাজার টাকার কম হতে পারে

OnePlus Pad সম্ভাব্য ফিচার

রিপোর্ট অনুযায়ী OnePlus কোম্পানির প্রথম অ্যান্ড্রয়েড ট্যাবলেট OnePlus Pad-এ ব্যবহার করা হতে পারে 12.4 ইঞ্চির এইচডি প্লাস ওলেড ডিসপ্লে। এতে থাকতে পারে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 চিপসেট, যা 6GB র‍্যাম এর সাথে পেয়ার করা থাকবে।
 পাওয়ার ব্যাকআপের জন্য এই ডিভাইসে ব্যবহার করা হতে পারে 10090mAh-এর ব্যাটারি, যা 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। OnePlus Pad-এ ব্যবহার করা হতে পারে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। যার মধ্যে একটি 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, এবং 5 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা হবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য OnePlus Pad-এর সামনে থাকতে পারে 8 মেগাপিক্সেলের ক্যামেরা।

আরও পড়ুনঃ Amazfit POP 2 স্মার্টওয়াচ বাজারে লঞ্চ হল, পাবেন ১০ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ
Exit mobile version