AmazfitBangla Tech NewsGadgetslatest techlatest tech newslatest technology newsSmartwatchtech news todaytech worldTechnology Newstrending tech newsWatch

বাজারে লঞ্চ হল Amazfit Falcon স্মার্টওয়াচ, রয়েছে 20 ATM রেটিং এবং SpO2 সেন্সর

Amazfit Falcon স্মার্টওয়াচ বিশ্ববাজারে লঞ্চ হয়ার পর এবার ভারতের বাজারে লঞ্চ হল। এটি কোম্পানির প্রথম রাগড মডেলের স্মার্টওয়াচ।

Amazfit Falcon


এই ঘড়িটিতে রয়েছে একাধিক হেলথ ফিচার এবং স্পোর্টস মোড। এতে ডুয়াল ব্যান্ড জিপিএস সাপোর্ট দেওয়া হয়েছে। একক চার্জে ঘড়িটি 14 দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দেবে বলে কোম্পানি দাবি করেছে। এছাড়া এর মধ্যে রয়েছে 20ATM রেটিং, 1.28 ইঞ্চির ডিসপ্লে। চলুন দেখে নেওয়া যাক Amazfit Falcon স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত তথ্য।

Amazfit Falcon স্মার্টওয়াচের দাম 44,999 টাকা রাখা হয়েছে। ঘড়িটিকে টাইটেনিয়াম কালার অপশনে পাওয়া যাবে। কোম্পানির নিজস্ব ওয়েবসাইট ছাড়াও ই-কমার্স সাইট অ্যামাজন থেকে এটির প্রি অর্ডার দেওয়া যাবে। ঘড়িটির বিক্রি আগামী 3 ডিসেম্বর থেকে শুরু হবে।

Amazfit Falcon স্মার্টওয়াচ ফিচার

Amazfit Falcon ঘড়িটিতে রয়েছে 1.28 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যার স্ক্রীন রেজোলিউশন 416 পিক্সেল বাই 416 পিক্সেল এবং 1000 নিট ব্রাইটনেস। স্মার্টওয়াচটি এয়ারক্রাফটগ্রেড TS4 টাইটানিয়াম ইউনিবডি উপাদানের তৈরি এবং এর ওপর রয়েছে স্যাফায়ার ক্রিস্টাল গ্লাসের প্রলেপ। ঘড়িটির ডান পাশে রয়েছে একটি বাটন। জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য ঘড়িটিতে দেওয়া হয়েছে 20 ATM রেটিং।

পাওয়ার ব্যাকআপের জন্য এতে 500mAh-এর ব্যাটারি দেওয়া হয়েছে, যা একক চার্জে 14 দিন পর্যন্ত সাধারণ ব্যবহারে এবং 30 দিন পর্যন্ত স্ট্যান্ডবাই মোডে ব্যাটারি ব্যাকআপ দেবে। ঘড়িটি অ্যাপল হেলথ, গুগল ফিট এবং অ্যাডিডাস রানিং অ্যাপ সাপোর্ট করবে।

হেলথ ফিচার হিসেবে এতে রয়েছে SpO2 সেন্সর, হার্টরেট মনিটর ফিচার, স্ট্রেস এবং স্লিপ ট্র্যাকার, ব্রিদিং রিমাইন্ডার এবং মেনস্ট্রুয়াল সাইকেল মনিটর ফিচার। ব্লুটুথের মাধ্যমে হার্ট রেট বেল্ট এবং সাইক্লিং পাওয়ার মিটারের মতো বাহ্যিক ওয়ার্কআউট ডিভাইসগুলির সাথে যুক্ত করতে পারবেন। 

ঘড়িটিতে 150টি ইনবিল্ট স্পোর্টস মোড রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল সুইমিং, ওয়াটার স্পোর্টস স্কুবা ড্রাইভিং ইত্যাদি। এতে দেওয়া হয়েছে 4GB অনবোর্ড স্টোরেজ, ডুয়াল ব্যান্ড জিপিএস সাপোর্ট।


Related Articles

Back to top button