Fire-BolttGadgetslatest techlatest tech newslatest technology newsSmartwatchtechtech news todaytech worldtrending tech newsWatch

বাজারে এলো নতুন Fire Boltt Apollo স্মার্টওয়াচ, দাম 2999 টাকা

Fire Boltt Apollo স্মার্টওয়াচ

টেক কোম্পানি ফায়ার বোল্ট ভারতীয় বাজারে তাদের নতুন ব্লুটুথ কলিং স্মার্টওয়াচ Fire Boltt Apollo নিয়ে এসেছে। এই নতুন ঘড়িটি 1.43 ইঞ্চির AMOLED ডিসপ্লেতে সহ বাজারে এসেছে। 

Fire Boltt Apollo

এতে ভয়েস সহকারী এবং 100টি স্পোর্টস মোড দেওয়া হয়েছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক নতুন ফায়ার বোল্ট অ্যাপোলো স্মার্টওয়াচের দাম ও ফিচার সম্পর্কে বিস্তারিত তথ্য।

ভারতীয় বাজারে Fire-bolt Apollo স্মার্টওয়াচের দাম 2,999 টাকা রাখা হয়েছে। এই নতুন ঘড়িটিকে কালো, ধূসর এবং গোলাপী তিনটি কালারে ক্রয় করা যাবে। আগ্রহী ক্রেতারা ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে এই স্মার্টওয়াচটি কিনতে পারবেন।

আরও পড়ুনঃ

Fire Boltt Apollo স্মার্টওয়াচ ফিচার

  • নতুন এই ফায়ার বোল্ট অ্যাপোলো স্মার্টওয়াচটি 1.43 ইঞ্চির গোলাকৃতির অ্যামোলেড ডিসপ্লে সহ লঞ্চ হয়েছে। এর স্ক্রীন রেজোলিউশন 466 পিক্সেল বাই 466 পিক্সেল এবং ৬০ হার্টজ রিফ্রেশ রেট। 
  • এই ঘড়িটির ডিসপ্লে 600 নিট সর্বোচ্চ ব্রাইটনেস সাপোর্ট করবে।
  • এই ওয়াচে 100টি স্পোর্টস মোড এবং একাধিক হেলথ ফিচার দেওয়া হয়েছে। এতে আপনি পেয়ে যাবেন SpO2 সেন্সর, হার্ট রেট মনিটর ফিচার, স্লিপ মনিটর ফিচার ইত্যাদি।
  • এতে হেলদি লাইফস্টাইলের জন্য ঘড়িটি সিডেন্টারি রিমাইন্ডারও দেবে।
  • একক চার্জে ঘড়িটি 5 দিন পর্যন্ত সাধারণ ব্যবহারে এবং স্ট্যান্ডবাই মোডে 480 ঘণ্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। 
  • এতে এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট এবং ব্লুটুথ কলিং ফিচার রয়েছে। এই ডিভাইসে পেয়ে যাবেন অ্যালার্ম ক্লক, ওয়েদার আপডেট, রিমাইন্ডার, মিউজিক এবং ক্যামেরা কন্ট্রোল, স্মার্ট নোটিফিকেশন ইত্যাদি ফিচার।
  • জল থেকে সুরক্ষিত রাখার জন্য ঘড়িটি IP67 রেটিং দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ

Related Articles

Back to top button