Bangla Tech Newslatest techlatest tech newslatest technology newsMobile PhoneSmartphonetechtech news todaytech worldTecnotrending tech news
বাজারে এলো নতুন Tecno POP 7 Pro স্মার্টফোন, দেখুন দাম ও ফিচার
বাজারে এলো নতুন Tecno POP 7 Pro স্মার্টফোন
বাজারে লঞ্চ হয়েছে নতুন Tecno POP 6 Pro স্মার্টফোন। এই ফোনে রয়েছে 5000mAh এর ব্যাটারি, ডুয়েল ক্যামেরা সেটআপ, এবং হেলিও A22 প্রসেসর।
ফোনটিকে ই-কমার্স সাইট অ্যামাজন থেকে ক্রয় করা যাবে। এই ফোনটির জন্য ই-কমার্স সাইট অ্যামাজন একটি ডেডিকেটেড পেজ লঞ্চ করেছে।
আরও পড়ুনঃ
5,000mAh ব্যাটারি এবং 6.71-ইঞ্চি ডিসপ্লে সহ Redmi A3 মাত্র 7,299 টাকায় লঞ্চ হয়েছে
Vivo V30 ও Vivo V30 Pro স্মার্টফোন দুর্দান্ত ফিচার সহ ভারতের বাজারে আসতে চলেছে
এই ফোনটিকে আপনি Uyuni Blue এবং Endless Black কালারে ক্রয় করতে পারবেন। Tecno POP 7 Pro ফোনটিকে দুটি স্টোরেজ ভেরিয়েন্টের সাথে পাওয়া যাবে। যার 4GB RAM ও 64GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের দাম পড়বে 6799 টাকা।
আবার এর 6GB RAM ও 64GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের জন্য আপনাকে খরচ করতে হবে মাত্র 7299 টাকা। ফোনটিকে ই-কমার্স সাইট অ্যামাজন (Amazon) থেকে খুব শীঘ্রই বিক্রির জন্য উপলব্ধ করা হবে।
Tecno POP 7 Pro স্মার্টফোন ফিচার
- Tecno POP 7 Pro ফোনের 6.56-ইঞ্চির ওয়াটার-ড্রপ নচ এইচডি রেজোলিউশন সমর্থিত ডিসপ্লে দেওয়া হয়েছে। এর ডিসপ্লেতে 2.5D কভার গ্লাস দেওয়া হয়েছে।
- পাওয়ার ব্যাকআপের জন্য এতে পেয়ে যাবেন 5000mAh এর ব্যাটারি। যা 10W ফাস্ট চারজিং সাপোর্ট করবে। ফোনটি একক চার্জে 29 দিন পর্যন্ত চলবে, যা কোম্পানি দাবী করেছে।
- ক্যামেরার জন্য ফোনটিতে পেয়ে যাবেন 12 মেগাপিক্সেল যুক্ত ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। আবার সেলফির জন্য এতে পেয়ে যাবেন 05 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা।
- সিকুরিটির জন্য এতে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার। পারফরমান্সের জন্য এতে বেবহার করা হয়েছে MediaTek Helio A22 প্রসেসর।
- ফোনটিতে রয়েছে 4/6 GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ। মাইক্রো-এসডি কার্ডের মাধ্যমে এর ইন্টারনাল স্টোরেজ 256GB পর্যন্ত বাড়ানো যাবে। এতে ডুয়েল ন্যানো সিম বেবহার করা যাবে।
আরও পড়ুনঃ