Bangla NewsBangla Tech Newslatest techlatest tech newslatest technology newsMobile PhoneMotoMotorolaSmartphonetech news todaytech worldtrending tech news

লঞ্চ হল Moto E13 স্মার্টফোন 5000mAh-এর ব্যাটারি সহযোগে, দেখুন দাম ও ফিচার

Motorola কোম্পানি ভারতে লঞ্চ করেছে তাদের নতুন বাজেট রেঞ্জের স্মার্টফোন Moto E13 । এটি সেই সমস্ত ক্রেতাদের লক্ষ্য করে আনা হয়েছে, যারা কম দামি ফোন ক্রয় করার কথা ভাবছেন।
 
Moto E13

 

স্মার্টফোন প্রেমীদের জন্য মটোরোলা তাদের নতুন বাজেট স্মার্টফোন, Moto E13 Smartphone বাজারে এনেছে। এতে রয়েছে শক্তিশালী 5000mAh ব্যাটারি, আকর্ষণীয় ডিজাইন এবং চমৎকার পারফরম্যান্স। নিঃসন্দেহে এটি এমন ব্যবহারকারীদের জন্য একটি দুর্দান্ত পছন্দ যারা কম দামে দুর্দান্ত বৈশিষ্ট্য পছন্দ করেন।

Moto E13 Smartphone

ভারতে এই ফোনের দাম শুরু হয়েছে 7 হাজার টাকার কম থেকে। ফোনটিকে ই-কমার্স সাইট Flipkart থেকে এটি কেনা যাবে। স্মার্টফোনটিতে ৬.৫ ইঞ্চির এইচডি+ এলসিডি ডিসপ্লে রয়েছে যার রেজোলিউশন ৭২০ x ১৬০০ পিক্সেল। স্ক্রিনের রঙ এবং উজ্জ্বলতা বেশ ভালো, যা ভিডিও এবং ওয়েব ব্রাউজিংকে আরও মসৃণ করে তোলে। ডিজাইনের দিক থেকে, Moto E13 দেখতে বেশ স্টাইলিশ – স্লিম বডি এবং ম্যাট ফিনিশ ব্যাক প্যানেল এটিকে একটি প্রিমিয়াম লুক দেয়। এটি কসমিক ব্ল্যাক, অরোরা গ্রিন এবং ক্রিমি হোয়াইট সহ বেশ কয়েকটি রঙে পাওয়া যাবে।
স্মার্টফোনটি UNISOC T606 অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত, যা মাল্টিটাস্কিং এবং হালকা গেমিংয়ের জন্য দুর্দান্ত। Moto E13 এর সবচেয়ে বড় আকর্ষণ হলো এর ৫০০০mAh ব্যাটারি, যা সহজেই এক দিনেরও বেশি সময় ধরে ব্যাকআপ প্রদান করে। ভিডিও দেখা, গেম খেলা বা দীর্ঘ সময় ধরে ইন্টারনেট ব্রাউজ করার পরেও, আপনাকে ব্যাটারি লাইফ নিয়ে চিন্তা করতে হবে না।
 
ভারতে মোটো E13 ফোনের দাম 6999 টাকা থেকে শুরু। এই দাম ফোনটির 2GB RAM ও 64GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের। এদিকে এর 8GB RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের দাম পড়বে 7,999 টাকা। ফোনটিকে Aurora Green এবং Cosmic Black কালারে ক্রয় করা যাবে। ফোনটি ই-কমার্স সাইট ফ্লিপকার্ট-এ উপলব্ধ রয়েছে।

Moto E13 ফোন ফিচার

  • মোটো ই13 ফোনে রয়েছে 6.5 ইঞ্চির এইচডি+ IPS LCD ডিসপ্লে। যার স্ক্রীন রেজুলসন 1600 পিক্সেল বাই 720 পিক্সেল, রিফ্রেশ রেট 60 হার্টজ এবং 20:9 এস্পেক্ট রেসিও। 
  • ফোনটি Android 13 অপারেটিং সিস্টেমে চলবে। পারফরমান্সের জন্য এতে বেবহার করা হয়েছে Octa-Core Unisoc T606 প্রসেসর। 
  • ফোনটি 2GB ও 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের সাথে বাজারে এসেছে।মাইক্রো-এসডি কার্ডের মাধ্যে এর ইন্টারনাল স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যাবে।
  • ফোনটিতে 13 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফির জন্য এতে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। 
  • এতে 4G LTE, UMTS, GSM নেটওয়ার্ক সাপোর্ট করবে। এতে ডুয়েল ন্যানো সিম বেবহার করা যাবে। সিকুরিটির জন্য এতে পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার।
  • পাওয়ার ব্যাকআপের জন্য এতে পেয়ে যাবেন 5000mAh-এর ব্যাটারি দেওয়া হয়েছে। যা 10W ফাস্ট চারজিং সাপোর্ট করবে।
  • ফোনটির ওজন 179.5 গ্রাম। এতে Proximity Sensor, Ambient Light Sensor, Accelerometer ইত্যাদি সেন্সর রয়েছে।

অন্যান্য ফিচার

  • ডুয়াল সিম (4G VoLTE) সাপোর্ট
  • ওয়াই-ফাই, ব্লুটুথ 5.0, জিপিএস এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট
  • ডলবি অ্যাটমস অডিও সাপোর্ট
  • ফেস আনলক ফিচার

Related Articles

Back to top button