লঞ্চ হল Moto E13 স্মার্টফোন 5000mAh-এর ব্যাটারি সহযোগে, দেখুন দাম ও ফিচার

Motorola কোম্পানি ভারতে লঞ্চ করেছে তাদের নতুন বাজেট রেঞ্জের স্মার্টফোন Moto E13 । এটি সেই সমস্ত ক্রেতাদের লক্ষ্য করে আনা হয়েছে, যারা কম দামি ফোন ক্রয় করার কথা ভাবছেন।

Moto E13


ভারতে এই ফোনের দাম শুরু হয়েছে 7 হাজার টাকার কম থেকে। ফোনটিকে ই-কমার্স সাইট Flipkart থেকে এটি কেনা যাবে। এই ফোনে রয়েছে সিঙ্গেল সেলফি ও রিয়ার ক্যামেরা। এছাড়া এতে পেয়ে যাবেন 5000mAh এর ব্যাটারি, Unisoc T606 প্রসেসর এবং 6.5 ইঞ্চির এইচডি + ডিসপ্লে।

ভারতে মোটো E13 ফোনের দাম 6999 টাকা থেকে শুরু। এই দাম ফোনটির 2GB RAM ও 64GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের। এদিকে এর 4GB RAM ও 64GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের দাম পড়বে 7999 টাকা। ফোনটিকে Aurora Green এবং Cosmic Black কালারে ক্রয় করা যাবে। ফোনটি ই-কমার্স সাইট ফ্লিপকার্ট-এ উপলব্ধ রয়েছে।

Moto E13 ফোন ফিচার

  • মোটো ই13 ফোনে রয়েছে 6.5 ইঞ্চির এইচডি+ IPS LCD ডিসপ্লে। যার স্ক্রীন রেজুলসন 1600 পিক্সেল বাই 720 পিক্সেল, রিফ্রেশ রেট 60 হার্টজ এবং 20:9 এস্পেক্ট রেসিও। 
  • ফোনটি Android 13 অপারেটিং সিস্টেমে চলবে। পারফরমান্সের জন্য এতে বেবহার করা হয়েছে Octa-Core Unisoc T606 প্রসেসর। 
  • ফোনটি 2GB ও 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের সাথে বাজারে এসেছে।মাইক্রো-এসডি কার্ডের মাধ্যে এর ইন্টারনাল স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যাবে।
  • ফোনটিতে 13 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফির জন্য এতে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। 
  • এতে 4G LTE, UMTS, GSM নেটওয়ার্ক সাপোর্ট করবে। এতে ডুয়েল ন্যানো সিম বেবহার করা যাবে। সিকুরিটির জন্য এতে পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার।
  • পাওয়ার ব্যাকআপের জন্য এতে পেয়ে যাবেন 5000mAh-এর ব্যাটারি দেওয়া হয়েছে। যা 10W ফাস্ট চারজিং সাপোর্ট করবে।
  • ফোনটির ওজন 179.5 গ্রাম। এতে Proximity Sensor, Ambient Light Sensor, Accelerometer ইত্যাদি সেন্সর রয়েছে।
আরও পড়ুনঃ Fire-Boltt Celsius স্মার্টওয়াচ লঞ্চ হল খুবই কম দামে, দেখুন দাম ও ফিচার
Exit mobile version