৩৫১ টাকার নতুন ডেটা প্ল্যান নিয়ে এসেছে ভোডাফোন আইডিয়া (Vi)।
কয়েক বছর আগেই ভোডাফোন আইডিয়া মিলিত হয়ে একটি নতুন টেলিকম কোম্পানিতে পরিণত হয়েছিল। তারা তাদের কোম্পানির নতুন নামকরন করেছে Vi. এই Vi টেলিকম কোম্পানিটি সমস্ত সার্কেলের জন্য ৩৫১ টাকার নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এসেছে। এই প্ল্যানের মিয়াদ ৫৬ দিন এবং এতে পাওয়া যাবে ১০০ জিবি ইন্টারনেট ডেটা।
351 Vi Plan- কোম্পানির এই প্ল্যানটিকে কয়েকদিন আগেই কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে দেখা গিয়েছিল। কিন্তু তখন এই প্রিপেড প্ল্যানটি সমস্ত সার্কেলের জন্য প্রযোজ্য ছিল না। কোম্পানি ১লা অক্টোবর থেকে প্ল্যানটিকে সমস্ত সার্কেলের জন্য উপলব্ধ করে দিয়েছে।
আরও পড়ুনঃ ৬০০০এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে আসতে চলেছে Samsung Galaxy F41 স্মার্টফোন।
ভোডাফোন আইডিয়ার ৩৫১ টাকার প্ল্যান
এই ৩৫১ টাকার প্ল্যানে পাওয়া যাবে মোট ১০০জিবি হাই স্পিড ইন্টারনেট ডেটা। কিন্তু এই প্ল্যানে কোনো ভয়েস কল বা SMS করার সুবিধা পাওয়া যাবে না। এই প্ল্যানটি আপাতত তাদের জন্য যারা সারাদিন ইন্টারনেট ব্যবহার করে। এই প্ল্যানে কোনো দৈনিক বৈধতা নেই। অর্থাৎ আপনি ইচ্ছামত প্রতিদিন যতখুশি ইন্টারনেট ডেটা ব্যবহার করতে পারবেন। ৩৫১ টাকার প্ল্যানটির বৈধতা ৫৬ দিন।
এছাড়াও কোম্পানি কিছুদিন আগে একটি ইন্টারনেট ডেটা প্ল্যান এনেছিল, যার মূল্য ছিল ২৫১ টাকা। এই প্ল্যানটিকে এখনও রিচার্জ করতে পারবেন। এই প্ল্যানে পাওয়া যাবে মোট ৫০জিবি ইন্টারনেট ডেটা। এতেও কল বা SMS এর সুবিধা পাওয়া যাবে না। এই ওয়ার্ক ফ্রম হোম প্ল্যানের মিয়াদ ২৮ দিন।
আরও পড়ুনঃ ট্রিপল রিয়ার ক্যামেরার সাথে লঞ্চ হয়েছে Honor 30i স্মার্টফোন, দেখুন দাম ও ফিচার।