আপনি যদি বাজেট সেগমেন্টের অধীনে কোনো নতুন ৫জি স্মার্টফোন কিনতে চান, তবে আপনার জন্য রয়েছে একটি সুবর্ণ সুযোগ। আপনি বাম্পার অফারে Samsung Galaxy F14 5G স্মার্টফোনটি কিনতে পারবেন। এই ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের দাম ১৮,৪৯০ টাকা। তবে ফ্লিপকার্ট থেকে আপনি এটি ১২,৪৯০ টাকা দিয়ে কিনতে পারবেন। অর্থাৎ ফোনটির উপরে আপনি পেয়ে যাবেন ৩২% ডিস্কাউন্ট। এদিকে ফোনটির ৪জিবি র্যাম ও ১২৮জিবি স্টোরেজ ভেরিয়েন্টকে মাত্র ১১,৪৯০ টাকা দিয়ে কিনতে পারবেন।
এছাড়াও ব্যাংক অফারে আরও ১,৫০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। আবার পুরানো ডিভাইস এক্সচেঞ্জ করে এই ফোনটি কিনলে ১২,৪৯০ টাকা পর্যন্ত ছাড় পেয়ে যাবেন। তবে এক্সচেঞ্জ ভ্যালু আপনার পুরানো ফোনের ব্র্যান্ড ও অবস্থার উপর নির্ভর করছে। এদিকে ফোনটির উপরে ক্যাশব্যাক অফারও রয়েছে। আবার ফোনটিকে আপনি নো-কোস্ট ইএমআই এর মাধ্যমেও কিনতে পারবেন। এই সমস্ত অফার আপনি ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে পেয়ে যাবেন।
আরও পড়ুনঃ
-
দুর্দান্ত ফিচার ও লুকস নিয়ে Google Pixel 8 এবং Pixel 8 Pro স্মার্টফোন বাজারে এসেছে
-
iPhone Offer- দুর্দান্ত অফারে পাওয়া যাচ্ছে Apple iPhone 14
Samsung Galaxy F14 5G ফোন ফিচার
স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ৫জি ফোনে আপনি পেয়ে যাবেন ৬.৬ ইঞ্চি ফুল এইচডি+ আইপিএস ওয়াটারড্রপ নচ এলসিডি প্যানেল। এর ডিসপ্লে রিফ্রেশ রেট ৯০ হার্টজ সাপোর্ট করবে এবং এর স্ক্রীন রেজুলসন ২৪০৮ বাই ১০৮০ পিক্সেল। সিকুরিটির জন্য এতে পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
পারফরম্যান্সের জন্য এতে এক্সিনস ১৩৩০ প্রসেসর দেওয়া হয়েছে। ফোনটি Android 13 অপারেটিং সিস্টেমে চলবে। পাওয়ার ব্যাকআপের জন্য স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ৫জি ফোনে দেওয়া হয়েছে ৬০০০এমএএইচ-এর ব্যাটারি। এই ব্যাটারি ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। কানেক্টিভিটির জন্য এতে পেয়ে যাবেন ৫জি নেটওয়ার্ক, Wi-Fi, Bluetooth, GPS, USB টাইপ সি পোর্ট, এবং ৩.৫মিমি অডিও জ্যাক।
ফটোগ্রাফির জন্য এতে রয়েছে এলইডি ফ্ল্যাশসহ ডুয়েল ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। সেলফির জন্য এই ফোনে ১৩ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে এআই ভয়েস বুস্ট, কাস্টম কল ব্যাকগ্রাউন্ড, স্প্লিট ভিউসহ মাল্টি টাস্কিং এবং প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি ড্যাশবোর্ড। ফোনটির ওজন ২০৫ গ্রাম।
আরও পড়ুনঃ