Site icon Technology News

SAMSUNG Galaxy S20 FE 5G ফোনটির উপরে পাওয়া যাচ্ছে ৬০% ছাড়, আজই অর্ডার করুন

SAMSUNG Galaxy S20 FE

আপনি যদি ভারি ডিস্কাউন্টের মাধ্যমে নতুন ফোন কেনার কথা ভাবছেন তাহলে আপনার জন্য এই প্রতিবেদনটি। ই-কমার্স সাইট ফ্লিপকার্ট বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের অফার দিয়ে থাকে। এবার সেই রকমি একটি অফার ফ্লিপকার্ট নিয়ে এসেছে। ফ্লিপকার্ট SAMSUNG Galaxy S20 FE 5G ফোনটির উপরে দিচ্ছে ৬০% ডিস্কাউন্ট। ৬০% ছাড় দিয়ে আপনি ফোনটিকে মাত্র ২৯৯৯৯ টাকা দিয়ে কিনতে পারবেন। ফোনটির আসল দাম ৭৪৯৯৯ টাকা।

আরও পড়ুনঃ Oppo A78 4G স্মার্টফোন 5000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার

সামসুং গ্যালাক্সি এস২০ এফই ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চির এইচডি+ ডিসপ্লে। এছাড়া এতে পেয়ে যাবেন ৫জি নেটওয়ার্ক, ৪৫০০এমএএইচ এর ব্যাটারি, ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, এবং ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তাহলে চলুন জেনে নেওয়া যাক ফোনটির উপরে কি কি অফার রয়েছে এবং কি কি ফিচার রয়েছে।

SAMSUNG Galaxy S20 FE 5G ফোনটিকে এই মুহূর্তে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট (Flipkart) থেকে কিনতে পারবেন। এর উপরে ৬০% ছাড় রয়েছে। ছাড়ের পরে এর দাম পড়বে ২৯৯৯৯ টাকা। এতে ৮জিবি র‍্যাম ও ১২৮জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এছাড়াও ফোনটির উপরে বিভিন্ন ধরনের ব্যাংক অফার রয়েছে। ফলে ফোনটিকে আরও কমে কেনার সুযোগ রয়েছে। আবার ফোনটিকে আপনি নো-কোস্ট ইএমআই এর মাধ্যমেও কিনতে পারবেন।

SAMSUNG Galaxy S20 FE 5G ফোন ফিচার

সামসুং Galaxy S20 FE ফোনটি ইনফিনিটি ‘ও’ ডিসপ্লের সাথে উপলব্ধ রয়েছে। এই ফোনে বেজল লেস ডিজাইন দেওয়া হয়েছে এবং স্ক্রিনের ওপর দিকে মাঝ বরাবর সেলফি ক‍্যামেরার জন্য পাঞ্চ হোল কাট‌আউট দেওয়া রয়েছে। এতে 1080 পিক্সেল বাই 2400 পিক্সেল স্ক্রীন রেজলিউশনযুক্ত 6.5 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটির ডিসপ্লে 120 হার্টজ রিফ্রেস রেট ও 240 হার্টজ টাচ স‍্যাম্পেলিং রেট সাপোর্ট করে।

সামসুং গ্যালাক্সি এস২০ এফই ফোনে ফোটোগ্রাফির জন্য ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত ১২ মেগাপিক্সেলের ডুয়েল পিক্সেল প্রাইমারি সেন্সর, এফ/1.8 অ্যাপার্চারযুক্ত ১২ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও এফ/2.4 অ্যাপার্চারযুক্ত ৮ মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা রয়েছে। এদিকে সেলফির জন্য এই ৩২ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক‍্যামেরা রয়েছে। সিকিউরিটির জন্য এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাথে ফেস আনলক ফিচার রয়েছে।

এই ফোনটি Android 10 অপারেটিং সিস্টেমে চলে। পারফরমান্সের জন্য এতে 2.8 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে 64 বিট 7 ন‍্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 865 প্রসেসর দেওয়া হয়েছে। মাইক্রোএসডি কার্ড এর মাধ্যমে ফোনটির ইন্টারনাল স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে। ওয়াটারপ্রুফ এর জন্য এটি আইপি68 রেটিং সহ উপলব্ধ রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 25W ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,500mAh-এর ব‍্যাটারী দেওয়া হয়েছে। এই ফোনটি ওয়ারলেস চার্জিং ও ওটিজি সাপোর্ট করবে।

আরও পড়ুনঃ boAt Wave Fury স্মার্টওয়াচ ভারতের বাজারে লঞ্চ হল, দাম মাত্র 1299 টাকা

Exit mobile version