iPad5GOfferOffer ZoneTabTabletTechnology Newstrending tech news

Apple iPad 10th Generation ট্যাবে ৯০০০ হাজার টাকা ছাড়, দেখুন কোথায় পাবেন।

Apple iPad 10th Generation ট্যাব কিনতে চান তাহলে আপনার জন্য রয়েছে দুর্দান্ত সুযোগ

offer- Apple iPad 10th Gen

iPad 10th Generation- আপনি যদি এই উৎসবের মরসুমে Apple iPad 10th Gen, iPad Air বা iPad Pro ইত্যাদি ডিভাইস কেনার জন্য আগ্রহী হয়ে থাকেন এবং আপনি যদি কোন অফারের জন্য অপেক্ষা করছেন, তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য রয়েছে একটি সুখবর।

Apple iPad 10th Generation Release Date- আসলে Apple কোম্পানি ২০২২ সালে Apple iPad 10th Gen লঞ্চ করেছি। এই ট্যাবটিকে এই মুহূর্তে ৯,০০০ টাকার ভারি ডিসকাউন্ট-এর সাথে পাওয়া যাচ্ছে। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক iPad 10th Gen ট্যাবলেটে উপলব্ধ অফার এবং এর ফিচার।

Apple iPad 10th Generation মডেলের ৬৪জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের (WiFi Only ভার্সন) দাম ৪৪,৯০০ টাকা, তবে দিওয়ালি ফেস্টিভ্যাল সেলের অধীনে এটিকে ৯,০০০ টাকার ছাড়ে কেনা যাবে। তবে একসাথে এই ডিসকাউন্ট পাওয়া যাবে না, এক্ষেত্রে অ্যাপল ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে আইপ্যাডটি সরাসরি কিনলে ৫,০০০ টাকা ছাড় পাওয়া যাবে, যার পরে এর দাম ৩৯,৯০০ টাকা পড়বে।

আবার আপনি এইচডিএফসি (HDFC) ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে এই আইপ্যাড ক্রয় করেন তবে মডেলের জন্য বিশেষভাবে ৪,০০০ টাকার ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাবে। অর্থাৎ ফ্ল্যাট ডিসকাউন্ট এবং ব্যাঙ্ক ডিসকাউন্ট মিলিয়েই ৯,০০০ টাকার ছাড় পাওয়া যাবে, এতে করে এটির জন্য আপনার খরচ পড়বে ৩৫,৯০০ টাকা। এই অফার নিতে গেলে আপনাকে অ্যাপেল কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এই ডিভাইসটিকে কিনতে হবে।

iPad 10th Gen Price

Model Original Price Selling Price Offer
64GB + Wi-Fi Rs. 34,900 Rs. 26,619 23% off
64GB + Wi-Fi + 5G Rs. 49,900 Rs. 47,509 4% off
256GB + Wi-Fi Rs. 49,900 Rs. 47,489 4% off

আরও পড়ুনঃ

Apple iPad 10th Generation ফিচার

  • এতে রয়েছে ১০.৯ ইঞ্চি ফ্ল্যাট-এজ রেটিনা ডিসপ্লে, যাতে টাইপিং বা ব্রাউজিংয়ের মতো কাজ খুব সহজেই করা যাবে।
  • পারফরম্যান্সের জন্য ট্যাবলেটটিতে দেওয়া হয়েছে A14 প্রসেসর।
  • এতে 12 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা ও 12 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
  • কানেক্টিভিটির জন্য এতে Wi-Fi 6 সাপোর্ট করবে।
  • এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং লিথিয়াম আওন ব্যাটারি পেয়ে যাবেন।

আরও পড়ুনঃ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button