Bangla Tech Newslatest techlatest tech newslatest technology newsMobile PhoneMotoMotorolaSmartphonetechtech news todaytech worldtrending tech news
Moto G Play 2023 স্মার্টফোন লঞ্চ হল, রয়েছে 5000mAh-এর ব্যাটারি এবং 16MP ক্যামেরা
Motorola কোম্পানি মার্কিন বাজারে নিয়ে এসেছে নতুন Moto G Play 2023 স্মার্টফোন। Motorola Snapdragon 460 SoC এন্ট্রি-লেভেল স্পেসিফিকেশন সহ একটি বাজেট 4G Moto G Play 2021 স্মার্টফোন হিসাবে গত বছর মার্কিন বাজারে লঞ্চ করেছে।
Motorola কোম্পানি মার্কিন বাজারে নিয়ে এসেছে নতুন Moto G Play 2023 স্মার্টফোন। Motorola Snapdragon 460 SoC এন্ট্রি-লেভেল স্পেসিফিকেশন সহ একটি বাজেট 4G Moto G Play 2021 স্মার্টফোন হিসাবে গত বছর মার্কিন বাজারে লঞ্চ করেছে।
এখন কোম্পানি তার আপগ্রেড ভার্সন নিয়ে হাজির হয়েছে। আসুন জেনে নেই এই নতুন স্মার্টফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
Moto G Play 2023 ফোন ফিচার
মোটো G Play (2023) আপনি পেয়ে যাবেন 6.5-ইঞ্চির IPS TFT LCD HD+ পাঞ্চ-হোল ডিসপ্লে, যার স্ক্রীন রেজুলসন 720 পিক্সেল বাই 1600 পিক্সেল, 90 হার্টজ রিফ্রেশ রেট। কাটআউট রয়েছে। এই স্মার্টফোনটিতে 16 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, দ্বিতীয় ক্যামেরাটি 2 মেগাপিক্সেলের এবং তৃতীয় ক্যামেরাটি 2 মেগাপিক্সেলের। ফোনটির সামনে একটি 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।
প্রসেসরের জন্য Moto G Play (2023) ফোনে MediaTek Helio G37 চিপসেট বেবহার করা হয়েছে। ফোনটিতে পেয়ে যাবেন 3GB RAM এবং 32GB ইন্টারনাল স্টোরেজ। অপারেটিং সিস্টেমের এই Motorola ফোনটি Android 12-এ কাজ করবে।
পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 10W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এই ফোনে একটি 3.5mm হেডফোন জ্যাক এবং সিকুরিটির জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।