5G5G SmartphoneGoogle pixellatest techlatest tech newslatest technology newsMobile PhoneOfferOffer ZonePhone OfferSmartphoneSmartphone OfferTech BanglaTech News Banglatech news todayTechnology Newstrending tech news

Google Pixel 7a ফোনটির উপরে ৯ হাজার টাকার বেশি ছাড় পাওয়া যাচ্ছে, দেখেনিন দাম ও ফিচার

Google Pixel 7a: ই-কমার্স ওয়েবসাইট Flipkart-এ দশেরার সেল চলছে। এই সেলে Google Pixel 7a স্মার্টফোনে ৯,০০০ টাকার বেশি ছাড় দেওয়া হচ্ছে।

Google Pixel 7a

Google Pixel 7a (ফোন অফার): জনপ্রিয় ই-কমার্স ওয়েবসাইট Flipkart-এ দশেরার সেল চলছে। এই সেলে Pixel 7a স্মার্টফোনে ৯,০০০ টাকার বেশি ছাড় দেওয়া হচ্ছে। আপনার এটি কেনা উচিত কিনা তা জেনেনিন।

Google Pixel 7a অফার

কিছুদিন আগেই টেক জায়েন্ট গুগল পিক্সেল ৮ সিরিজ বাজারে এনেছে। কোম্পানি ৮/১২৮জিবি এবং ৮/২৫৬জিবি ভেরিয়েন্টে Google Pixel 8 লঞ্চ করেছে। ফোনটির দাম ৭৫,৯৯৯ টাকা থেকে শুরু। যেখানে কোম্পানি ১২/২৫৬জিবি এবং ১২/৫১২জিবি স্টোরেজ ভেরিয়েন্টে Google Pixel 8 Pro লঞ্চ করেছে। এর দাম ১,০৬,৯৯৯ টাকা থেকে শুরু।

আরও পড়ুনঃ

নতুন সিরিজ লঞ্চ করার পরে পুরনো স্মার্টফোনে ছাড় দেওয়া শুরু করেছে। আপনি ৩১,৪৯৯ টাকায় Flipkart থেকে Google Pixel 7a কিনতে পারবেন। এই ফোনে ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ ডিসকাউন্টের সুবিধা রয়েছে। Pixel 7a বর্তমানে Flipkart-এ ৩৫,৯৯৯ টাকায় তালিকাভুক্ত রয়েছে। যাইহোক, ফোনটির দাম ৪৩,৯৯৯ টাকা। SBI, Kotak এবং RBL ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে এই স্মার্টফোনে অতিরিক্ত ১২৫০ টাকা ছাড় দেওয়া হচ্ছে।

এক্সচেঞ্জ অফারে ৩৩,৫০০ টাকার ছাড়ও দেওয়া হচ্ছে। এছাড়াও, কিছু নির্বাচিত মডেলে ১৫০০ টাকার আলাদা ছাড় রয়েছে। এক্সচেঞ্জ অফারের সম্পূর্ণ সুবিধা নিতে, আপনার ফোনটি ভাল অবস্থায় থাকতে হব। ফোনটি Charcoal, Snow, Sea, এবং Coral কালারে উপলব্ধ রয়েছে।

যাদের বাজেট কম তাদের জন্য Pixel 7a একটি ভালো ফোন হতে পারে। এতে আপনি পেয়ে যাবেন Tensor G2 প্রসেসর, ৬৪+১৩ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে ৪৩০০এমএএইচ-এর ব্যাটারি। এতে ৬.১ ইঞ্চির ফুল HD প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য এই স্মার্টফোনটি সেরা।

ফোনটি android 13 অপারেটিং সিস্টেমে কাজ করবে। কানেক্টিভিটির জন্য রয়েছে 5G, 4G VoLTE, 4G LTE, WCDMA, GSM নেটওয়ার্ক, Wi-Fi, Bluetooth v5.3 ভার্সন, ও ৩.৫মিমি অডিও জ্যাক। সিকুরিটির জন্য এতে পাওয়া যাবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার। ফোনটি IP67 রেটিং প্রাপ্ত, যা জল ও ধুলোবালি থেকে ফোনটিকে সুরক্ষিত রাখবে। এর ডিসপ্লেতে করনিং গরিলা গ্লাস ৩ প্রোটেকশন দেওয়া হয়েছে। ফোনটির ওজন ১৯৩.৫ গ্রাম। এতে একটি ন্যানো সিম এবং ই-সিম বেবহার করা যাবে।

আরও পড়ুনঃ

Related Articles

Back to top button