Best Phone Under 7000 Rupeeslatest techlatest tech newslatest technology newsMobile PhoneSmartphonetrending tech news
স্মার্টফোন কিনবেন ভাবছেন? 7000 টাকার মধ্যে দেখেনিন সেরা স্মার্টফোনগুলি
আপনি যদি নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাও আবার 7000 টাকার মধ্যে। তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। এখানে আমরা আপনার জন্য 7000 টাকার মধ্যে কিছু সেরা স্মার্টফোন নিয়ে এসেছি। যেগুলির মধ্যে রয়েছে দুর্দান্ত ফিচার।
Poco C31 স্মার্টফোন
Poco C31 ফোনের দাম 6,999 টাকা। এই দাম ফোনটির 3GB RAM ও 32GB স্টোরেজ ভেরিয়েন্টের। ফোনটিকে আপনি Blue এবং Gray কালারে কিনতে পারবেন।
ফোনটির মধ্যে রয়েছে 6.53 ইঞ্চির HD+ ডিসপ্লে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 5000mAh এর ব্যাটারি রয়েছে। ক্যামেরার জন্য এতে পেয়ে যাবেন 13+02+02 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ এবং একটি 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
পারফরমান্সের জন্য এতে বেবহার করা হয়েছে MediaTek Helio G35 প্রসেসর। ফোনটি Android 10 অপারেটিং সিস্টেমে চলবে। মেমরি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ 512GB পর্যন্ত বাড়ানো যাবে। সিকুরিটির জন্য এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে।
Infinix Smart 6 স্মার্টফোন
Infinix Smart 6 ফোনটির 2GB RAM ও 64GB স্টোরেজ ভেরিয়েন্টের জন্য আপনাকে খরচ করতে হবে মাত্র 6,999 টাকা। ফোনটি চারটি কালারে উপলব্ধ রয়েছে। এটিকে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে ক্রয় করতে পারবেন।
এর মধ্যে রয়েছে 1600 পিক্সেল বাই 720 পিক্সেল রেজুলসন যুক্ত 6.6 ইঞ্চির HD+ LCD IPS ডিসপ্লে। ফোনটিতে MediaTek Helio A22 প্রসেসর রয়েছে। ফোনটি Android 11 অপারেটিং সিস্টেমে চলবে। এতে ডুয়েল রিয়ার ক্যামেরা এবং সিঙ্গেল সেলফি ক্যামেরা পেয়ে যাবেন। ফোনটিতে 5000mAh এর ব্যাটারি রয়েছে।
Infinix Smart 5A স্মার্টফোন
Infinix Smart 5A ফোনটির দাম পড়বে 6,899 টাকা মাত্র। এই দাম ফোনটির 2GB RAM ও 32GB স্টোরেজ ভেরিয়েন্টের। এতে আপনি পেয়ে যাবেন 6.52 ইঞ্চির HD+ ডিসপ্লে। যার স্ক্রীন রেজুলসন 1560 পিক্সেল বাই 720 পিক্সেল। মেমোরি কার্ডের মাধ্যমে এর ইন্টারনাল স্টোরেজ 256GB পর্যন্ত বাড়ানো যাবে।
এতে ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে। যার প্রাইমারি ক্যামেরা 8 মেগাপিক্সেলের। এছাড়া রয়েছে একটি ডেপ্ত সেন্সর। সেলফির জন্য পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের। পারফরমান্সের জন্য এতে রয়েছে MediaTek Helio A20 প্রসেসর। ফোনটি Android 11 অপারেটিং সিস্টেমে চলে। এতে পেয়ে যাবেন 5000mAh এর ব্যাটারি রয়েছে।
Infinix Smart 6 HD
Infinix Smart 6 HD এর 2GB RAM ও 32GB ইন্টারনাল স্টোরেজ এর দাম 6,999 টাকা। এতে 6.6 ইঞ্চির HD+ ডিসপ্লে রয়েছে। এই ফোনটির মধ্যে আপনি পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাবেন।
এতে MediaTek Helio A22 প্রসেসর বেবহার করা হয়েছে এবং ফোনটি Android 11 অপারেটিং সিস্টেমে চলে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে পেয়ে যাবেন 5000mAh এর ব্যাটারি পেয়ে যাবেন। সিকুরিটির জন্য এতে ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে।
Redmi 9A Sport ফোন
এই ফোনটির দাম 6,953 টাকা। এর মধ্যে রয়েছে দুর্দান্ত সব ফিচার। এতে আপনি পেয়ে যাবেন MediaTek Helio G25 প্রসেসর। এতে রয়েছে 6.53 ইঞ্চির HD+ ডিসপ্লে। মেমোরি কার্ডের মাধ্যমে ফোনটির ইন্টারনাল স্টোরেজ 512GB বাড়ানো যাবে। এতে রয়েছে 2GB RAM ও 32GB স্টোরেজ।
ফটোগ্রাফির জন্য এতে পেয়ে যাবেন 13 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা পেয়ে যাবেন। পাওয়ার ব্যাকআপের জন্য এতে পেয়ে যাবেন 5000mAh-এর পাওয়ারফুল ব্যাটারি। এতে ডুয়েল সিম সাপোর্ট পেয়ে যাবেন।