Bangla NewsBangla Tech Newslatest tech newslatest technology newsMobile PhoneNewsPocoSmartphoneTech BanglaTech NewsTech News Banglatech news todaytech world

6GB RAM ও 5000mAh ব্যাটারি যুক্ত Poco M4 Pro ফোনটিকে কিনুন মাত্র 11,499 টাকা দিয়ে

স্মার্টফোন নির্মাতা কোম্পানি Poco বাজারে নিয়ে Poco M4 Pro স্মার্টফোন। ফোনটিকে এই মুহূর্তে ভারি ডিস্কাউন্টের সাথে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে পাওয়া যাচ্ছে। আপনি যদি কম দামে দুর্দান্ত ফিচারযুক্ত নতুন ফোন কেনার কথা ভাবছেন তাহলে আপনার জন্য এই ফোনটি বেস্ট হতে পারে।

Poco M4 Pro smartphone
 
স্মার্টফোন নির্মাতা কোম্পানি Poco বাজারে নিয়ে Poco M4 Pro স্মার্টফোন। ফোনটিকে এই মুহূর্তে ভারি ডিস্কাউন্টের সাথে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে পাওয়া যাচ্ছে। আপনি যদি কম দামে দুর্দান্ত ফিচারযুক্ত নতুন ফোন কেনার কথা ভাবছেন তাহলে আপনার জন্য এই ফোনটি বেস্ট হতে পারে। Poco M4 Pro ফোনটির মধ্যে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং 5000mAh এর পাওয়ারফুল ব্যাটারি। এছাড়া এর মধ্যে পেয়ে যাবেন MediaTek Helio G96 প্রসেসর, 6.43 ইঞ্চির AMOLED ডিসপ্লে, এবং 6GB RAM । তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক ফোনটির দাম ও ফিচার সম্পর্কে বিস্তারিত তথ্য।
 
Poco M4 Pro ফোনের 6GB RAM এবং 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 17,499 টাকা। কিন্তু আপনি এই মুহূর্তে ফোনটিকে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে মাত্র 11,499 টাকা দিয়ে কিনতে পারবেন। এদিকে এর 6GB RAM এবং 128GB স্টোরেজ ভেরিয়েন্টের জন্য আপনাকে খরচ করতে হবে মাত্র 12,999 টাকা। আবার Poco M4 Pro ফোনের 8GB RAM এবং 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম পড়বে 13,999 টাকা।
 
ফোনটিকে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে পাওয়া যাবে। ফোনটি Cool Blue, Yellow এবং Power Black তিনটি কালারে উপলব্ধ রয়েছে।

Poco M4 Pro ফোন ফিচার

ডুয়েল ন্যানো সিম সাপোর্টেড পোকো এম৪ প্রো স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাবেন 6.43-ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। যা 90 হার্টজ রিফ্রেশ রেট এবং 400nits সর্বোচ্চ উজ্জ্বলতা প্রদান করবে। এর স্ক্রীন রেজুলসন 2400 পিক্সেল বাই 1080 পিক্সেল এবং 20:9 এস্পেক্ট রেসিও। সিকুরিটির জন্য এতে পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার।
 
ফোনটি 8GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সহ উপলব্ধ রয়েছে। এর ইন্টারনাল স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 1TB পর্যন্ত বাড়ানো যাবে। এতে 16-মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য এর মধ্যে রয়েছে Wi-Fi, 4G, এবং USB Type-C পোর্ট। পাওয়ার ব্যাকআপের জন্য এতে পেয়ে যাবেন 15W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,000mAh ব্যাটারি। ফোনটির ওজন 179.5 গ্রাম।
 
পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে MediaTek Helio G96 Octa-Core প্রসেসর। ফোনটি Android 11 অপারেটিং সিস্টেমে চলবে। আপনি এই স্মার্টফোনে 64-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা এবং একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন।

Related Articles

Back to top button