Hammer Watch- Hammer ব্লুটুথ কলিং সহ ৩টি নতুন স্মার্টওয়াচ লঞ্চ করেছে, দেখুন দাম ও ফিচার
Hammer কোম্পানি Conquer, Polar এবং Ultra Classic নামে তিনটি নতুন স্মার্টওয়াচ বাজারে নিয়ে এসেছে
Hammer Watch- Hammer কোম্পানি ভারতে তাদের নতুন স্মার্টওয়াচ Conquer, Polar এবং Ultra Classic লঞ্চ করেছে। Conquer ওয়াচে ২.০২ ইঞ্চির AMOLED ফুল টাচ স্ক্রিন রয়েছে। এর দাম ২,৯৯৯ টাকা। এতে ব্লুটুথ ৫.২ সাপোর্ট, হার্ট রেট এবং ঘুম ট্র্যাকিং এর মতো অনেক ফিচার রয়েছে। এদিকে Polar ওয়াচে একটি ২.০১ ইঞ্চির আইপিএস অলয়েজ-অন ডিসপ্লে দেওয়া হয়েছে। এছাড়া এতে হার্ট রেট ট্র্যাকিং, রক্তের অক্সিজেন এবং ভয়েস সহকারীর মতো অনেক ফিচার রয়েছে। এর দাম এবং ১,৭৯৯ টাকা।
হ্যামারের নতুন স্মার্টওয়াচ কনকার, পোলার এবং আল্ট্রা ক্লাসিক ভারতে লঞ্চ হয়েছে। নতুন স্মার্টওয়াচে অনেক ফিটনেস ও হেল্থ ফিচার দেওয়া হয়েছে। এই তিনটি স্মার্টওয়াচ বিভিন্ন মূল্যের সাথে বাজারে এসেছে। এর মধ্যে Conquer Smart Watch এর দাম ২,৯৯৯ টাকা। এদিকে Polar স্মার্টওয়াচটিকে ১,৭৯৯ টাকায় কেনা যাবে। আবার আল্ট্রা ক্লাসিক স্মার্টওয়াচটি ১,৯৯৯ টাকায় উপলব্ধ হয়েছে। এই ডিভাইসগুলিকে হ্যামার কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেনা যাবে।
আরও পড়ুনঃ
Fire-Boltt Phoenix Pro ওয়াচকে অ্যামাজন থেকে ৯২% ছাড়ে মাত্র ৯৯৯ টাকা দিয়ে কিনুন
OnePlus Nord CE 3 5G ফোনটিকে ৩ হাজার টাকা সস্তায় পাওয়া যাচ্ছে, Amazon সেলে বাম্পার অফার
Hammer CONQUER
CONQUER স্মার্টওয়াচে একটি ২.০২-ইঞ্চির AMOLED ফুল টাচ ডিসপ্লে রয়েছে। এতে ব্লুটুথ ৫.২ ভার্সন সাপোর্ট করে। ঘড়িটি BT কলিং এবং IP67 রেটিং সহ এসেছে। এতে হার্ট রেট, রক্তচাপ, SP02, স্ট্রেস এবং ঘুমের ট্র্যাকিংয়ের মতো ফিচার। ১০০টিরও বেশি স্পোর্টস মোড এবং অন্তর্নির্মিত গেমগুলি ঘড়িতে সাপোর্ট করবে। ডিভাইসটিতে ওয়াচ ফেস, এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট, ওয়েদার আপডেট, মিউজিক কন্ট্রোলের মতো ফিচার যুক্ত করা হয়েছে।
Hammer Polar
Hammer Polar ওয়াচে ২.০১ ইঞ্চির আইপিএস অলয়েজ-অন ডিসপ্লে দিয়েছে। ঘড়িটি ব্লুটুথ v5.0 ভার্সন সাপোর্ট করবে। কলিং, ভলিউম কন্ট্রোল, ডায়াল প্যাড অ্যাক্সেসের মতো ফিচার এতে দেওয়া হয়েছে। ঘড়িতে হার্ট রেট ট্র্যাকিং, ব্লাড অক্সিজেন, ব্লাড প্রেসার মনিটরিংয়ের ফিচার যুক্ত হয়েছে। ঘড়িটি ভয়েস অ্যাসিস্ট্যান্ট সহ এসেছে। এতে ২৪টি ভাষার সাপোর্ট রয়েছে।
Hammer Ultra Classic
Hammer Watch এর এই ডিভাইসে একটি ২.০১ ইঞ্চির অলয়েজ-অন ডিসপ্লে রয়েছে। ঘড়িটিতে ব্লুটুথ v5.3 ভার্সন এবং ডুয়াল-মোড সংযোগ রয়েছে। ঘড়িটিতে ৪ থেকে ৫ দিনের জন্য স্ট্যান্ডবাই সুবিধা রয়েছে। ঘড়িটির প্রিমিয়াম বিল্ড কোয়ালিটির। ঘড়িটিতে ট্র্যাকিং, পেডোমিটার, হার্ট রেট ট্র্যাকিং, SP02 এবং ঘুম ট্র্যাকিং ফিচার সহ বেশ কয়েকটি স্পোর্টস মোড রয়েছে।
আরও পড়ুনঃ
Apple iPad এর দাম ৫০০০ টাকা কমেছে, দেখেনিন এর দাম ও ফিচার
Smartphone Offer- নতুন ফোন কেনার আগে দেখে নিন এই ৫টি স্মার্টফোন ডিল, গুগল, অ্যাপল, স্যামসাং সবই রয়েছে অফারে