5G SmartphoneBangla NewsBangla Tech Newslatest tech newslatest technology newsMobile PhoneRealmeSmartphoneTech BanglaTech NewsTech News Banglatech news todaytech world

Realme GT Neo 3T লঞ্চের তারিখ ঘোষণা করা হয়েছে, থাকবে 150W ফাস্ট চার্জিং সাপোর্ট

Realme GT Neo 3T ফোনের লঞ্চের তারিখ ঘোষণা করা হয়েছে। GT Neo সিরিজের নতুন Realme স্মার্টফোন ইন্দোনেশিয়ায় 7 জুন আত্মপ্রকাশ করবে। Realme GT Neo 3T ভারতে আগামী মাসে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। তবে কোম্পানির পক্ষ থেকে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

Realme GT Neo 3T

 

 
টুইটারে একটি পোস্ট থেকে জানা গিয়েছে যে Realme GT Neo 3T ফোনে 150W ফাস্ট চার্জ করার ফিচার থাকবে। GT Neo 3 এবং OnePlus 10R-এ চার্জিং প্রযুক্তি রয়েছে, যা প্রায় 17 মিনিটে 4500mAh ব্যাটারি চার্জ করে দেয়।

Realme GT Neo 3T ফোন ফিচার

ভারতে ফোনটির দাম 40,000 টাকার কম হতে পারে। ফোনটি ভারতের বাজারে উপলব্ধ OnePlus 10R, Xiaomi 11T Pro, iQOO 9, ইত্যাদির ফোনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। ভারতে ফোনটি লঞ্চের তারিখ সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি। তবে আশা করা হচ্ছে যে Realme 2022 সালের জুনে ভারতে এই ফোনটিকে নিয়ে আসবে।
 
গুজব রয়েছে যে GT Neo 3T ফোনটি Realme Q5 Pro হিসাবে চীন থেকে লঞ্চ হবে। ফোনটিতে Qualcomm Snapdragon 870 প্রসেসর থাকছে। প্রসেসরটি 8GB এবং 12GB RAM এর সাথে আসবে বলে আশা করা হচ্ছে। এতে 128GB এবং 256GB ইন্টারনাল স্টোরেজ থাকবে।
 
পাওয়ার ব্যাকআপের জন্য Realme এর Neo 3T 5000 mAh ব্যাটারি থাকবে। যা 150W ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে আসবে বলে নিশ্চিত করা হয়েছে। Neo 3-এর মতো, GT Neo 3T ফোনে ফুল HD+ রেজোলিউশন সহ 6.62-ইঞ্চি E4 AMOLED ডিসপ্লে থাকবে। স্ক্রীনটিতে 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফোনটি Android 12-ভিত্তিক Realme UI 3.0 অপারেটিং সিস্টেমে চলবে।
 
ফটোগ্রাফির জন্য, ফোনটিতে ট্রিপল-ক্যামেরা সেটআপ থাকতে পারে। এতে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর থাকবে। সেলফির জন্য ফোনটিতে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে।
 

Related Articles

Back to top button