Bangla Tech Newslatest techlatest tech newslatest technology newsTech News Banglatech news todaytech worldTechnology Newstrending tech news

Starlink- ভারতে সবচেয়ে সস্তা ইন্টারনেট নিয়ে আসতে চলেছে মাস্ক, যা Jio-Airtel কে চাপে ফেলে দেবে

এলন মাস্ক ভারতের বাজারে আনতে চলেছে Starlink ইন্টারনেট পরিষেবা

Starlink

Starlink- সম্প্রতি ইন্টারনেট পরিষেবার দৌড়ে নতুন প্রযুক্তি দেখা দিয়েছে। এবার প্রতিপক্ষ ভারতীয় কোনো কোম্পানি নয়, এলন মাস্কের স্টারলিংক। মহাকাশ থেকে ওয়্যারলেস সংযোগের মাধ্যমে প্রতিটি বাড়িতে বাড়িতে ইন্টারনেট পৌঁছে যাবে। সংস্থাটি ভারত ছাড়া একাধিক দেশে এই পরিষেবা লঞ্চ করেছে।

ভারতে ইন্টারনেট পরিষেবার নতুন যুগ শুরু করেছিল Jio কোম্পানি। গ্রাহকদের জন্য সস্তা ডেটা প্যাক এবং রিচার্জ প্ল্যানের সুবিধা প্রদানের কারণে, এই কোম্পানির সবচেয়ে বেশি মার্কেট শেয়ার দখল করে রেখেছে। এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার মতো বড় বড় টেলিকম কোম্পানিগুলি এর সাথে প্রতিযোগিতা করতে সক্ষম নয়। কিন্তু মুকেশ আম্বানির এই সংস্থার সঙ্গে পাল্লা দিতে ভারতের বাজারে আসতে চলেছে এলন মাস্কের স্টারলিংক (Starlink)।

আরও পড়ুনঃ

এই সংস্থাটি মূলত স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিসেবা দিয়ে থাকে। স্টারলিংক বিশ্বের ৬০টি দেশে এই পরিষেবা চালু করেছে। এই সংস্থাটি ভারতেও আসতে আগ্রহী। শুধু কেন্দ্রীয় সরকারের অনুমোদনের অপেক্ষা। আর সেই সুযোগের দিকে ধাপে ধাপে এগিয়ে চলেছে Jio কোম্পানি।

Starlink

ইতিমধ্যে, রিলায়েন্স জিও ফাইবার এবং জিও এয়ার ফাইবার লঞ্চ করেছে। এছাড়াও রয়েছে 5G নেটওয়ার্ক। Starlink-এর বিরুদ্ধে লড়াই করতে কোম্পানি Jio Space Fiber লঞ্চ করেছে। প্রকৃতপক্ষে, Jio সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স পেয়েছে।

Jio এবং Airtel-এর Oneweb কোম্পানিও লাইসেন্স পেয়েছে। স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা দিতে তারা পুরোদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে। ভারতে, যেহেতু স্টারলিংক এখন পর্যন্ত অনুমোদিত নয়, তাই গ্রাহকদের জিও এবং এয়ারটেলের উপর নির্ভর করতে হবে।

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। তার কোম্পানি স্টারলিংক। তারা ভারতে ডেটা যোগাযোগ পরিষেবা দেওয়ার পরিকল্পনা করেছে। কিন্তু এখনও কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ছাড়পত্র না পাওয়ায় স্টারলিঙ্ক দেশের বাজারে প্রবেশ করতে ব্যর্থ হয়েছে। আর সেই সুযোগে ধাপে ধাপে এগিয়ে চলেছে Jio।

দেশে Starlink পরিষেবা শুরু হলে স্বাভাবিকভাবেই চাপে পড়বে Jio ও Airtel কোম্পানি। বিশেষজ্ঞদের মতে, গ্রাহকদের একটি বড় অংশ Jio ও Airtel পরিষেবা ছেড়ে দিতে পারে। যার প্রভাব পড়বে তাদের আয়ে। আর এই পুরো বিষয়টি নির্ভর করবে স্টারলিঙ্ক ভারতে ইন্টারনেট পরিষেবা কি মুল্যে প্রদান করবে।

আরও পড়ুনঃ

Related Articles

Back to top button