মাত্র 999 টাকায় বাজারে এল pTron এর জোড়া স্মার্টওয়াচ, যার মধ্যে রয়েছে দুর্দান্ত ও অত্যাধুনিক ফিচার
pTron বাজারে নিয়ে এসেছে দুর্দান্ত ফিচার সহ নতুন জোড়া স্মার্টওয়াচ
pTron এক সাথে ভারতের বাজারে pTron Reflect MaxPro এবং Reflect Flash নামে দুটি স্মার্টফোন লঞ্চ করেছে। এটি মেড ইন ইন্ডিয়া স্মার্টওয়াচ। দুটি স্মার্টওয়াচে দুর্দান্ত সব ফিচার দেওয়া হয়েছে। সবচেয়ে অবাক ব্যাপার হল এতে এত ফিচার থাকা সত্ত্বেও এদের দাম ১৫০০ টাকারও কম। রিফ্লেক্ট ফ্ল্যাশ ওয়াচে রয়েছে একটি গোলাকার এবং ফুল-টাচ ডিসপ্লে। এদিকে রিফ্লেক্ট ম্যাক্সপ্রো-তে মেটাল ফ্রেম ডিজাইন, ক্রাউন এবং অনেক ফিচার যুক্ত। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই দুই স্মার্টওয়াচের দাম ও ফিচার সম্পর্কে বিস্তারিত তথ্য।
pTron Reflect MaxPro এবং Reflect Flash এর বিক্রি ইতিমধ্যেই ভারতের বাজারে শুরু হয়ে গিয়েছে। রিফ্লেক্ট ম্যাক্সপ্রো ওয়াচের দাম রাখা হয়েছে ৯৯৯ টাকা। আপনি এই ডিভাইসটিকে কালো, সোনালী, নীল, রূপালী, গোলাপী এবং সবুজ রঙে কিনতে পারবেন। এদিকে Reflect Flash স্মার্টওয়াচের দাম ১৩৯৯ টাকা রাখা হয়েছে। আপনি ওয়াচটিকে কালো, নীল, সোনালী এবং রূপালী রঙে পেয়ে যাবেন।
আরও পড়ুনঃ
Promate ২.০১ ইঞ্চির ডিসপ্লে সহ XWatch-B2 লঞ্চ করেছে, যার দাম ২,২৯৯ টাকা
Realme 11x 5G ফোনটিকে দুর্দান্ত ডিস্কাউন্টে ফ্লিপকার্ট থেকে পাওয়া যাচ্ছে।
pTron Reflect MaxPro ও Reflect Flash-এর ফিচার ও স্পেসিফিকেশন:
- pTron Reflect MaxPro ওয়াচে এওয়া হয়েছে ২.০৫ ইঞ্চির 2.5D কার্ভড ডিসপ্লে। এদিকে Reflect Flash ওয়াচে রয়েছে ১.৩২ ইঞ্চি 2.5D কার্ভড ডিসপ্লে।
- এদের সর্বোচ্চ উজ্জ্বলতা ৬০০ নিট। এই ঘড়িদুটির রিফ্রেশ রেট ৬০ হার্টজ।
- MaxPro এর ব্যাটারি স্ট্যান্ডবাই সময় ১৫ দিন। এর ব্যাটারি ৩ ঘন্টার মধ্যে চার্জ হয়ে যাবে। এটি একক চার্জে ৫ দিন স্থায়ী হতে পারে, যা কোম্পানি দাবি করেছে। অন্যদিকে, রিফ্লেক্ট ফ্ল্যাশ ঘড়িটি স্ট্যান্ডবাই টাইম ১০ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে।
- এতে ব্লুটুথ কলিং ফিচার, 24×7 স্বাস্থ্য ট্র্যাকিং ফিচার, স্পোর্টস মোড সহ স্লিপ ট্র্যাকার দেওয়া হয়েছে।
- আপনি ইমেল, লিঙ্কডইন, টুইটার, মেসেজ, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এবং ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া অ্যাপের নোটিফিকেশন পেয়ে যাবেন।
আরও পড়ুনঃ
৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ Samsung এর নতুন স্মার্টফোন বিশ্ব বাজারে লঞ্চ হয়েছে, Galaxy M44 5G নামে ভারতে লঞ্চ হবে।
১১,০০০ টাকা দামের Redmi 13C স্মার্টফোন শীঘ্রই ভারতে পাওয়া যাবে, Amazon গ্লোবাল সাইটে তালিকাভুক্ত