Bangla Tech NewsHeadphonelatest techlatest tech newsNoiseTech News Banglatech news todaytech worldtrending tech news
Noise Aura Buds ভারতে ১৪০০ টাকার কমে লঞ্চ হয়েছে, ফুল চার্জে 60 ঘন্টা চলবে
ভারতীয় বাজারে Noise Aura Buds ইয়ারফোনের দাম নির্ধারণ করা হয়েছে 1,399 টাকা।
নয়েজের নতুন Aura Buds ভারতের বাজারে লঞ্চ হয়েছে। লং ব্যাটারি লাইফ সহ এই নতুন ইয়ারফোনটিতে রয়েছে ১২ মিমি পলিমার কম্পোজিট ড্রাইভার, দীর্ঘ ৬০ ঘন্টা ব্যাটারি লাইফ এবং ডুয়াল কানেক্টিভিটি। তাহলে চলুন দেখে নেওয়া যাক নতুন Noise Aura Buds ইয়ারফোনের দাম এবং ফিচার সম্পর্কে বিস্তারিত তথ্য।
ভারতীয় বাজারে Noise Aura Buds ইয়ারফোনের দাম নির্ধারণ করা হয়েছে ১৩৯৯ টাকা। এটিকে ওরা হোয়াইট, ওরা ব্লু এবং ওরা কালো কালারে ক্রয় করা যাবে। ২৩শে নভেম্বর থেকে ডিভাইসটিকে ই-কমার্স সাইট অ্যামাজনের মাধ্যমে বিক্রির জন্য উপলব্ধ করা হবে।
আরও পড়ুনঃ
প্রতি মাসে ইএমআই মাত্র ১২৫ টাকা দিয়ে কেনা যাবে Jio 4G Phone
Poco X6 Neo ফোনটি খুব শীঘ্রই ভারতের বাজারে আসতে চলেছে
Noise Aura Buds ফিচার
- এই Aura Buds ডিভাইসটি ডায়াগোনাল স্ট্রাইপস এবং সিলিকন ইয়ারটিপ সহ স্টেম লাইক ডিজাইনে বাজারে লঞ্চ হয়েছে। ব্যবহারকারীরা এর স্টেমে টাচ করে ইয়ারফোনটিকে নিয়ন্ত্রণ করতে পারবেন।
- Noise Aura Buds ইয়ারফোনের ব্যাটারি সম্পর্কে কথা বললে, এই নতুন ইয়ারফোনটি একটি নুড়ি আকৃতির স্টোরেজ কেস সহ এসেছে এবং এটি একক চার্জে ৬০ ঘন্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। এটি ফাস্ট চার্জিং সাপোর্ট করবে, যা ১০ মিনিটের চার্জে ১৫০ মিনিটের জন্য সক্রিয় থাকবে। এই ইয়ারফোনটিকে জলের স্প্ল্যাশ এবং ঘাম থেকে সুরক্ষা দেওয়ার জন্য IPX5 রেটিং দেওয়া হয়েছে।
- নতুন এই ইয়ারফোনে ১২ এমএম পলিমিটার কম্পোজিট ড্রাইভার দেওয়া হয়েছে। তাছাড়া ক্লিয়ার কোয়ালিটির ভয়েস এর জন্য ইয়ারফোনটিতে কোয়াড মাইক এনভায়রনমেন্ট ক্যানসেলেশন ফিচার যুক্ত করা হয়েছে।
- গেমারদের জন্য এই ডিভাইসে ৫০ এমএস লো ল্যাটেন্সি মোড দেওয়া হয়েছে।
- এই ইয়ারফোনে হাইপারসিঙ্ক কানেকশন টেকনোলজি সাপোর্ট করবে। ব্লুটুথ ৫.৩ ভার্সনের মাধ্যমে ইয়ারফোনটিকে একই সঙ্গে দুটি ডিভাইসের সঙ্গে যুক্ত করা যাবে।
আরও পড়ুনঃ
Tecno Spark Go 2024 স্মার্টফোন সস্তায় বাজারে লঞ্চ হয়েছে ডুয়েল ক্যামেরা সহ
Poco C50 ফোনটিকে ৪২% ছাড়ে অর্থাৎ প্রায় অর্ধেক দামে পাওয়া যাচ্ছে