Bangla Tech NewsInfinixlatest tech newslatest technology newsMobile PhoneSmartphoneTech BanglaTech News Banglatech news todaytech worldtrending tech news

Infinix Note 40 Pro স্মার্টফোন শীঘ্রই লঞ্চ হতে পারে, Bluetooth SIG সাইটে তালিকাভুক্ত

Infinix Note 40 Pro

Infinix কোম্পানি তাদের Note 30 সিরিজের সাফল্যের পর এই সিরিজের একটি আপগ্রেড ভার্সন হিসেবে Infinix Note 40 সিরিজে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। আশা করা হচ্ছে যে এই সিরিজের Infinix Note 40 Pro স্মার্টফোন খুব শীঘ্রই বাজারে আসবে। ব্লুটুথ এসআইজি সার্টিফিকেশন সাইটে এই ফোনটিকে দেখা গেছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই তালিকাতে কি কি ফোনের বিবরণ দেওয়া হয়েছে।

X6850 মডেল নম্বর সহ Infinix Note 40 Pro ফোনটিকে Bluetooth SIG সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গেছে। আসন্ন এই ফোনে ব্লুটুথ 5.3 ভার্সন ফিচার থাকবে বলে জানা গেছে। সাইটে এই ডিভাইসের ডিক্লিয়ারেশন আইডি D065235 দেওয়া হয়েছে। এই ওয়েবসাইট দেখার পর মনে হচ্ছে ফোনটিকে আগামী ডিসেম্বর বা জানুয়ারি মাসে আনা হবে।

ইনফিনিক্স কোম্পানি এই বছরের মে এবং জুন মাসে, তাদের Infinix Note 30 সিরিজের অধীনে Infinix Note 30, Infinix Note 30 5G, Infinix Note 30 Pro, Infinix Note 30 VIP এবং Infinix Note 30i নামে পাঁচটি ফোন লঞ্চ করেছিল। আশা করা হচ্ছে যে কোম্পানি তাদের আসন্ন Infinix Note 40 সিরিজে এই একই ধরনের ফোন আনবে। Infinix Note 30 5G ফোনের স্পেসিফিকেশন নিচে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ

Infinix Note 30 5G ফোন ফিচার

Infinix Note 30 5G ফোনে একটি ৬.৭৮ ইঞ্চির এইচডি+ আইপিএস ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১০৮০ বাই ২৪৬০ পিক্সেল রেজোলিউশন সমর্থন করে। পারফরমান্সের জন্য এই ফোনে MediaTek Dimesity 6080 চিপসেট দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য এই ফোনের পিছনের প্যানেলে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং দুটি ২ মেগাপিক্সেলের সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেলফি এবং ভিডিও কলিং এর জন্য, এই ফোনের সামনের প্যানেলে একটি ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য, এই ফোনটিতে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫০০০এমএএইচ-এর ব্যাটারি দেওয়া হয়েছে। সিকুরিটির জন্য Infinix Note 30 Pro ফোনে সাইড মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এছাড়া এতে ডুয়াল সিম ৫জি, ওয়াইফাই, ব্লুটুথের ইত্যাদি ফিচার রয়েছে। ফোনটি IP53 রেটিং প্রাপ্ত। ফোনটি দাম ১৫,৪৯৯ টাকা। ফোনটিকে ফ্লিপকার্ট থেকে ক্রয় করা যাবে।

আরও পড়ুনঃ

Related Articles

Back to top button