Vivo Y36t স্মার্টফোন 50MP ক্যামেরা, 5000mAh ব্যাটারি এবং 6GB RAM লঞ্চ হয়েছে
Vivo Y36t স্মার্টফোনটিকে ৯ হাজার টাকায় বাজারে আনা হয়েছে
Vivo Y36t স্মার্টফোন- স্মার্টফোন নির্মাতা কোম্পানি Vivo চীনের বাজারে তাদের ‘Y’ সিরিজের নতুন Vivo Y36t স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনটি 4G ফোন। এতে আপনি পেয়ে যাবেন MediaTek Helio G85 প্রসেসর। কোম্পানি এখনও ভারতে Vivo Y36t স্মার্টফোন লঞ্চের বিষয়ে কিছু তথ্য শেয়ার করেনি তাহলে চলুন জেনে নেওয়া যাক নতুন এই Vivo ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে বিস্তারিত।
আরও পড়ুনঃ
5,000mAh ব্যাটারি এবং 6.71-ইঞ্চি ডিসপ্লে সহ Redmi A3 মাত্র 7,299 টাকায় লঞ্চ হয়েছে
Vivo V30 ও Vivo V30 Pro স্মার্টফোন দুর্দান্ত ফিচার সহ ভারতের বাজারে আসতে চলেছে
চীনের বাজারে Vivo কোম্পানি তাদের নতুন ফোনটিকে একটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে। এই ফোনের 6GB RAM + 128GB স্টোরেজের দাম পড়বে 799 ইউয়ান, যা ভারতীয় মুদ্রায় প্রায় 9,350 টাকার মত। ভারতে এই ফোন লঞ্চের বিষয়ে কোম্পানির পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। তবে খুব শীঘ্রই ফোনটিকে ভারতের বাজারে আনা হবে।
Vivo Y36t স্মার্টফোন ফিচার
এই স্মার্টফোনটি 1612 পিক্সেল বাই 720 পিক্সেল স্ক্রীন রেজোলিউশন সহ 6.56 ইঞ্চির ওয়াটারড্রপ ডিসপ্লে সহ বাজারে এসেছে। এটি 60 হার্টজ রিফ্রেশ রেট এবং 180 হার্টজ ক্লক স্যাম্পলিং রেট সহ LCD ডিসপ্লের সাথে কাজ করবে। অপারেটিং সিস্টেম হিসাবে Vivo Y36t স্মার্টফোনটিতে পেয়ে যাবেন Android 14 এবং OriginOS ।
পারফরম্যান্সের জন্য এই স্মার্টফোনটিতে 2.0GHz ক্লক স্পিড সহ MediaTek Helio G85 অক্টা-কোর প্রসেসর দেওয়া হয়েছে। Vivo Y36t স্মার্টফোনটি চীনের বাজারে 6GB RAM + 128GB ইন্টারনাল স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটিতে জল এবং ধুলো সুরক্ষার জন্য IP54 রেটিং দেওয়া হয়েছে। এতে ফেস আনলক ফিচার পেয়ে যাবেন।
ফটোগ্রাফির জন্য এই স্মার্টফোনের পিছনের প্যানেলে F/2.2 অ্যাপারচার সহ একটি 13-মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এদিকে সেলফি এবং ভিডিও কলের জন্য আপনি পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।পাওয়ার ব্যাকআপের জন্য, এই ফোনে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 15W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করবে।
আরও পড়ুনঃ
5,000mAh ব্যাটারি এবং 6.71-ইঞ্চি ডিসপ্লে সহ Redmi A3 মাত্র 7,299 টাকায় লঞ্চ হয়েছে
itel P55T স্মার্টফোনটি মাত্র 8199 টাকায় 6,000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ লঞ্চ হয়েছে।