Bangla Tech NewsFlipkartlatest tech newslatest technology newsMobile PhoneOfferOffer ZonePhone OfferSamsungSamsung GalaxySmartphoneSmartphone OfferTech News Banglatech news todaytech worldTechnology News

39% ছাড় দিয়ে কিনে নিন সামসুং গালাক্সি এম১৪ স্মার্টফোনটিকে, সীমিত সময়ের জন্য।

Samsung Galaxy M14 ফোনটিকে মাত্র 8520 দিয়ে কিনতে পারবেন, যার মধ্যে রয়েছে 4GB RAM ও 64GB স্টোরেজ।

Samsung Galaxy M14 Phone Offer
Samsung Galaxy M14 Phone Offer

Samsung Galaxy M14 Phone Offer– আপনি যদি নতুন 4জি ফোন কেনার কথা ভাবছেন তাহলে আপনি Samsung Galaxy M14 4G ফোনটিকে ক্রয় করতে পারেন। এই মুহূর্তে এই ফোনটির উপর ফ্লিপকার্ট দিচ্ছে দুর্দান্ত ডিস্কাউন্ট অফার। ফোনটিকে খুবই সস্তায় কেনার সুযোগ রয়েছে আপনার কাছে। ফোনটিকে আপনি ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন। ফোনটিতে রয়েছে 6.6 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে 6000mAh-এর ব্যাটারি। এছাড়া এতে পেয়ে যাবেন ৫০ মেগাপিক্সেল যুক্ত ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ, ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং Android 13 অপারেটিং সিস্টেম।

আরও পড়ুনঃ

Samsung Galaxy M14 ফোনের দাম 13999 টাকা। এই দাম ফোনটির 4GB RAM ও 64GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের। কিন্তু আপনি ফোনটির উপরে এই মুহূর্তে পেয়ে যাচ্ছেন ৩৯% অফ। অর্থাৎ আপনি ফোনটিকে মাত্র 8520 টাকা দিয়ে কিনতে পারবেন। ফোনটির উপরে রয়েছে বিভিন্ন ধরনের ব্যাঙ্ক অফার ও এক্সচেঞ্জ অফার। এছাড়াও রয়েছে EMI এর সুবিধা। ফোনটিকে ICY Silver, Beery Blue, এবং Artic Blue কালারে ক্রয় করা যাবে। ফোনটিকে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে পাওয়া যাচ্ছে।

Samsung Galaxy M14 4G ফোন ফিচার

তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক ফোনটির মধ্যে কি কি ফিচার রয়েছে। ফোনটির মধ্যে কি কি ফিচার রয়েছে তা নিচে দেওয়া হল।

  • ডিসপ্লে :  এর ডিসপ্লে সাইজ 6.6 ইঞ্চি।
  • ক্যামেরা : এতে আপনি 50MP+2MP রিয়ার ক্যামেরা এবং 13MP সেলফি ক্যামেরা পেয়ে যাবেন।
  • প্রসেসর : ফোনটিতে Exynos 1330 Octa Core দেওয়া হয়েছে।
  • অপারেটিং সিস্টেম : এটি Android 13 অপারেটিং সিস্টেমে চলবে।
  • স্টোরেজ : এতে আপনি 64GB স্টোরেজ পেয়ে যাবেন। এতে মাইক্রো এসডি কার্ড বেবহার করা যাবে।
  • র‍্যাম : এতে 4/6 GB RAM দেওয়া হয়েছে।
  • ব্যাটারি : পাওয়ার ব্যাকআপ এর জন্য এতে দেওয়া হয়েছে 6000mAh ব্যাটারি।
  • সেন্সর : সিকুরিটির জন্য রয়েছে Fingerprint সেন্সর।
  • কানেটিভিটি : এতে 4G, 3G, EDGE, GPRS, Wi-Fi ইত্যাদি কানেক্টিভিটি দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ

Related Articles

Back to top button