latest techlatest tech newsMobile PhoneSamsungSamsung GalaxySmartphoneTech BanglaTech News Banglatech news todaytech worldTechnology NewsUncategorized

Samsung Galaxy M35 5G স্মার্টফোন 15999 টাকায় লঞ্চ হয়েছে, দেখুন ফিচার

Samsung Galaxy M35 5G স্মার্টফোন 6000mAh ব্যাটারি, 8GB RAM, 256GB স্টোরেজ সহ বাজারে লঞ্চ হয়েছে

Samsung Galaxy M35 5G Phone Features
Samsung Galaxy M35 5G Phone Features

Samsung কোম্পানি ভারতের বাজারে Samsung Galaxy M35 5G স্মার্টফোন লঞ্চ করে তাদের ‘M’ সিরিজের পরিধি প্রসারিত করেছে। এই ফোনে আপনি পেয়ে যাবেন 6000mAh ব্যাটারি, 8GB RAM, 256GB স্টোরেজ, সুপার AMOLED ডিসপ্লে, এবং 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই ফোনের দাম এবং স্পেসিফিকেশন বিস্তারিত তথ্য।

আরও পড়ুনঃ

কোম্পানি এই ফোনটিকে দুটি স্টোরেজ বিকল্পে লঞ্চ করা হয়েছে। এটিতে 6GB এবং 8GB RAM ও 128GB এবং 256GB স্টোরেজ দেওয়া হয়েছে। 6GB RAM ও 128GB স্টোরেজ ফোনের দাম 16,999 টাকা রাখা হয়েছে। কোম্পানি জানিয়েছে যে এই ফোনে 1,000 টাকার ব্যাঙ্ক অফার পাওয়া যাবে, ডিসকাউন্ট সহ এই ফোনটিকে মাত্র 15,999 টাকায় কিনতে পারবেন। এই ফোনটিকে মুনলাইট ব্লু, ডেব্রেক ব্লু এবং থান্ডার গ্রে রঙে কেনা যাবে।
ফোনটিকে আজ থেকে ই-কমার্স সাইট Amazon, কোম্পানির নিজস্ব ওয়েবসাইট এবং অন্যান্য খুচরা আউটলেটের মাধ্যমে কেনা যাবে।

Samsung Galaxy M35 5G ফোন ফিচার

Samsung Galaxy M35 5G ফোনে দেওয়া হয়েছে 6.6 ইঞ্চির ফুল এইচডি+ সুপার AMOLED ডিসপ্লে। যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 1080 পিক্সেল বাই 2340 পিক্সেল স্ক্রীন রেজোলিউশন এবং 16M কালার সাপোর্ট করবে। পারফরমান্সের জন্য এই ফোনটিতে 2.4GHz ক্লক স্পিড সহ Exynos 1380 অক্টা-কোর প্রসেসর দেওয়া হয়েছে।

এই ফোনটিতে 8GB RAM ও 8GB ভার্চুয়াল RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য এই ফোনে আপনি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন। এটিতে OIS ফিচার সহ একটি 50 মেগাপিক্সেলের প্রাথমিক সেন্সর, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে একটি 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যুক্ত করা হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 25W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটি Android 14 এবং One UI 6.1 এর সাথে চলবে। এটিতে 4 বছরের OS আপডেট এবং 5 বছরের সিকুরিটি আপডেট দেওয়া হবে। এই ফোনে ডুয়াল সিম সাপোর্ট, 5G, 4G, Wi-Fi 6 ভার্সন, Bluetooth 5.3 ভার্সন সাপোর্ট করবে। সিকুরিটির জন্য এতে পেয়ে যাবেন ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য ফোনটিতে IP67 রেটিং দেওয়া হয়েছে। এতে ডুয়াল স্টেরিও স্পিকার এবং NFC পেয়ে যাবেন।

Related Articles

Back to top button