Bangla NewsBangla Tech Newslatest tech newslatest technology newsMobile PhoneNew SmartphoneSmartphoneTech NewsTech News Banglatech news todayTechnology NewsUncategorizedVivoVivo Smartphone

Vivo Y19s স্মার্টফোন লঞ্চ হল দুর্দান্ত ফিচার ও স্পেসিফিকেশন সহযোগে

16GB RAM ও 50MP ক্যামেরা সহ বাজারে হাজির হয়েছে Vivo Y19s স্মার্টফোন

Vivo Y19s smartphone launched
Vivo Y19s smartphone launched

স্মার্টফোন কোম্পানি Vivo একটি নতুন স্মার্টফোন Vivo Y19s লঞ্চ করে তাদের Y সিরিজের পরিধি প্রসারিত করেছে। এই ফোনটি কোম্পানির অফিসিয়াল গ্লোবাল সাইটের মাধ্যমে লঞ্চ হয়েছে। অদূর ভবিষ্যতে এই ফোনটি বিভিন্ন বাজারে বিক্রি হবে। 16GB র‍্যামের ক্ষমতার এই ফোনটি একসাথে 25টি অ্যাপ চালাতে সক্ষম বলে জানা গেছে। চলুন জেনে নেওয়া যাক নতুন Vivo Y19s ফোন সম্পর্কে বিস্তারিত তথ্য।

ভিভো কোম্পানির Vivo Y19s ফোনটি কোম্পানির ওয়েবসাইটে সম্পূর্ণ স্পেসিফিকেশন, বৈশিষ্ট্য এবং অন্যান্য বিবরণ সহ তালিকাভুক্ত করা হয়েছে। কিন্তু কোম্পানির পক্ষ থেকে ফোনটির দাম সম্পর্কে কিছুই প্রকাশ করা হয়নি। তবে ফিচার ও স্পেসিফিকেশন দেখে মনে হচ্ছে Vivo Y19s ফোনের দাম প্রায় 17,999 টাকা রাখা হতে পারে। এই ফোনটি গ্লসি ব্ল্যাক, পার্ল সিলভার এবং গ্লেসিয়ার ব্লু কালার অপশনে বাজারে এসেছে।

আরও পড়ুনঃ

Vivo Y19s ফোন ফিচার ও স্পেসিফিকেশন

এই ফোনটিতে একটি 6.68-ইঞ্চি HD+ ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনটি এলসিডি প্যানেল দিয়ে তৈরি এবং এটি 1608 পিক্সেল বাই 720 পিক্সেল স্ক্রীন রেজোলিউশন, 90 হার্টজ রিফ্রেশ রেট এবং 1000nits ব্রাইটনেস সাপোর্ট করে। এতে আই প্রোটেকশন মোডও রয়েছে। Vivo Y19s ফোনটি Android 14 এবং Funtouch OS 14 এর সাথে লঞ্চ করা হয়েছে। এতে IP64 রেটিংও দেওয়া হয়েছে। সিকুরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এবং 3.5 মিমি অডিও জ্যাক পেয়ে যাবেন।

Vivo Y19s ফোনটি 12 ন্যানোমিটার ফ্যাব্রিকেশন প্রক্রিয়ায় তৈরি এবং এতে 1.8GHz ক্লক স্পিড সহ UniSoC T612 অক্টা-কোর প্রসেসর রয়েছে। এই ফোনটি 8GB RAM এবং 8GB এক্সপান্ডেবল র‌্যামের সাথে লঞ্চ হয়েছে। অর্থাৎ এই ফোনটি 16GB RAM এর কার্যক্ষমতা পাবে। এতে 256GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে এবং এতে মেমরি কার্ড ব্যবহার করে 1TB পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে।

এই Vivo Y19s ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ যুক্ত করা হয়েছে। এটিতে F/1.8 অ্যাপারচার সহ একটি 50 মেগাপিক্সেলের প্রাথমিক সেন্সর এবং একটি 5 মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এতে পেয়ে যাবেন F/2.2 অ্যাপারচার সহ 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য, এই ফোনে 15W ফাস্ট চার্জিং সমর্থিত 5,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

Related Articles

Back to top button