5G5G Smartphonelatest techlatest tech newslatest technology newsLavaMobile PhoneSmartphonetechtech news todaytech worldtrending tech news
Lava AGNI 2 5G স্মার্টফোন ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে, দেখুন এর বিশেষত্ব
Lava AGNI 2 5G স্মার্টফোন
দেশীয় কোম্পানি Lava সম্প্রতি তাদের আপকামিং স্মার্টফোন Lava AGNI 2 5G ফোনের ভারতে লঞ্চের তারিখ ঘোষণা করেছে। জানা গেছে ফোনটিকে আগামী 16ই মে দুপুর 12টায় আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হবে। এই লঞ্চ ইভেন্টটি সংস্থার আধিকারিক ইউটিউব (YouTube) চ্যানেল এবং ফেসবুক (Facebook) পেজ থেকে লাইভ দেখা যাবে।
আপনাদের জানিয়ে রাখী যে গত কয়েকদিন ধরে Lava AGNI 2 5G সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে আসছিল। ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon ইতিমধ্যেই এই ফোনটির জন্য একটি ল্যান্ডিং বা মাইক্রোসাইট লঞ্চ করেছে। যার মাধ্যমে ফোনটির কিছু ফিচার প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুনঃ
অনলাইন শপিং সাইট অ্যামাজন দ্বারা লাইভ করা মাইক্রোসাইট অনুসারে, Lava AGNI 2 5G ফোনে আপনি পেয়ে যাবেন MediaTek Dimensity 7050 প্রসেসর। এই ফোনটি এই চিপসেটের সাথে ভারতে আসা প্রথম স্মার্টফোন হবে। এই ফোনে 8GB RAM এবং 256GB স্টোরেজ সহ আসবে বলেও নিশ্চিত করা হয়েছে। লাভা অগ্নি 2 5G ফোনের বাদবাকি ফিচার বিবরণ আপাতত গোপন রাখা হয়েছে।
এই 5G স্মার্টফোনটি গত বছরে লঞ্চ হওয়া AGNI 5G মডেলের উত্তরসূরি হিসেবে আত্মপ্রকাশ করবে বলে জানা গইএছে। অফিসিয়াল টিজার অনুসারে, ফোনটি পূর্বসূরীর তুলনায় উল্লেখযোগ্য ফিচার ও ডিজাইন আপগ্রেড করবে। যেমন, লাভার এই লেটেস্ট ফোনে কার্ভড ডিসপ্লে প্যানেল এবং স্লিম ডিজাইনের সাথে আসছে।
ফোনটির পিছনে একটি বৃত্তাকার ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে, যাতে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং দুটি সহায়ক লেন্স সহ LED ফ্ল্যাশ থাকছে। এদিকে টিজার পোস্টারে লাভার এই আসন্ন ডিভাইসটিকে সবুজ রঙের বিকল্পে দেখা গেছে। তবে লঞ্চের সময় উপলব্ধ থাকবে আরও কয়েকটি কালার ভ্যারিয়েন্ট আশা করা হচ্ছে।
পূর্ববর্তী রিপোর্ট অনুযায়ী, লাভার এই 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট AMOLED ডিসপ্লে প্যানেল থাকবে। ভারতের বাজারে ফোনটির মূল্য 20000 – 25000 টাকার মধ্যে রাখা হবে বলে অনুমান করা হচ্ছে। আপনাদের জানিয়ে রাখী যে, যদি এই দাম সত্য হয় তাহলে Lava AGNI 2 5G স্মার্টফোনটি 120 হার্টজ রিফ্রেশ রেটের কার্ভড AMOLED টাচস্ক্রীনের সাথে ভারতে আসা সবচেয়ে সস্তা ফোন হবে।