Infinix HOT 30 5G ফোনের প্রথম সেল ১৮ই জুলাই, দাম খুবই কম
Infinix HOT 30 5G ফোনটির প্রথম সেল শুরু হবে ১৮ই জুলাই। ফোনটিতে রয়েছে 4/8GB RAM + 128GB স্টোরেজ। দাম 12,499 টাকা।
আপনি যদি নতুন ৫জি ফোন কেনার কথা ভাবছেন, তাহলে আপনি এই ফোনটিকে ক্রয় করতে পারেন। ইনফিনিক্স কোম্পানি ফোনটিকে খুবই সস্তায় বাজারে নিয়ে এসেছে। ফোনটিকে 4/8 GB RAM সহ বাজারে আনা হয়েছে।
আরও পড়ুনঃ NoiseFit Fuse Plus স্মার্টওয়াচ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার
Infinix HOT 30 5G ফোনটির মধ্যে আপনি পেয়ে যাবেন ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ, ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লে, ও Dimensity 6020 5G প্রসেসর। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে 6000mAh এর ব্যাটারি। তাহলে চলুন দেখে নেওয়া যাক ফোনটির দাম, ফিচার, ও স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত তথ্য।
Infinix HOT 30 5G ফোনটির 4GB RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের দাম ধার্য করা হয়েছে। এদিকে এর 8GB RAM ও 128GB স্টোরেজ ভেরিয়েন্টের জন্য আপনাকে খরচ করতে হবে 13,499 টাকা। ফোনটির সেল শুরু হবে ই-কমার্স সাইট ফ্লিপকার্টে 18ই জুলাই থেকে। ফোনটিকে Aurora Blue এবং Knight Black কালারে বিক্রি করা হবে।
Infinix HOT 30 5G ফোন ফিচার
ইনফিনিক্স হট ৩০ ৫জি ফোনে রয়েছে 6.78 ইঞ্চির ফুল এইচডি+ আইপিএস ডিসপ্লে। যার স্ক্রীন রেজুলসন 2460 পিক্সেল বাই 1080 পিক্সেল। এতে 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফোনটি Android 13 অপারেটিং সিস্টেমে চলবে।
পারফরমান্সের জন্য এতে বেবহার করা হয়েছে Octa Core Dimensity 6020 5G প্রসেসর। কানেক্টিভিটির জন্য 5G, 4G, 3G, EDGE, GPRS, Wi-Fi সাপোর্ট করবে। সিকুরিটির জন্য এতে পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এতে ডুয়েল ন্যানো সিম বেবহার করা যাবে।
পাওয়ার ব্যাকআপেরে জন্য এতে দেওয়া হয়েছে 6000mAh-এর ব্যাটারি। যা 18W ফাস্ট চারজিং সাপোর্ট করবে। ফোনটির ওজন 215 গ্রাম। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ফোনটির ইন্টারনাল স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যাবে। ফটোগ্রাফির জন্য এতে পেয়ে যাবেন ডুয়েল রিয়ার ক্যামেরা। যার প্রাইমারি ক্যামেরাটি হল 50 মেগাপিক্সেলের। এছাড়া একটি AI লেন্স দেওয়া হয়েছে। সেলফির জন্য ফোনটির সামনে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ Oppo A78 4G স্মার্টফোন 5000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার
- ডিসপ্লে : 6.78 inch
- ক্যামেরা : 50MP+ AI Lens এবং 8MP সেলফি ক্যামেরা
- প্রসেসর : Octa Core Dimensity 6020 5G
- অপারেটিং সিস্টেম : Android 13
- স্টোরেজ : 128GB
- র্যাম : 4/8 GB
- ব্যাটারি : 6000mAh (18W)
- সেন্সর : Fingarprint
- অন্যান্য সেন্সর : Ambient Light, G-Sensor, Proximity, Gyroscope (By Software), E-Compass
- অন্যান্য ফিচার : Side Mounted Fingerprint Unlock, Dual Speakers, Power Marathon Tech, Video Assistant, Xhide, Theft Alert, Peek Proof, Kids Mode, Xclone, Photo Compressor, 360 Flashlight, Social Turbo, Wi-Fi Share, Smart Gestures, Digital Wellbeing, Multi Window, Game Mode, Smart Panel, AI Gallery, Mem Fusion, Gesture, App Lock, Dark Theme,
- কানেটিভিটি : 5G, 4G, 3G, EDGE, GPRS, Wi-Fi ইত্যাদি
- ডাইমেন্সন : 76.51 mm,168.51 mm, 9.19 mm
- ওজন : 215 গ্রাম
আরও পড়ুনঃ boAt Wave Fury স্মার্টওয়াচ ভারতের বাজারে লঞ্চ হল, দাম মাত্র 1299 টাকা