5G5G Smartphonelatest techlatest tech newslatest technology newsMobile PhoneNokiaSmartphonetechtech guidetech news todaytech worldtrending tech news

Nokia XR21 স্মার্টফোন লঞ্চ হল 4800mAh ব্যাটারি ও Snapdragon 695 প্রসেসরের সাথে, দেখুন দাম

Nokia কোম্পানি তাদের রগড স্মার্টফোন Nokia XR21 লঞ্চ করলো। নাম থেকেই বোঝা যাচ্ছে, এটি একটি শক্তিশালী স্মার্টফোন। ফোনটিকে যুক্তরাজ্যে লঞ্চ করা হয়েছে।

Nokia XR21 Smartphone

Nokia XR21 ফোনটিতে আপনি পেয়ে যাবেন 120 হার্টজ রিফ্রেশ রেট সহ 6.49-ইঞ্চি FHD + LCD ডিসপ্লে। এতে 6GB RAM দেওয়া হয়েছে। এটিতে MIL-STD 810H এবং IP68 এর মতো সার্টিফিকেশন দেওয়া হয়েছে যা এটিকে একটি শক্ত স্মার্টফোন করে তোলে। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই ফোনের দাম এবং অন্যান্য বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত।

Nokia XR21 ফোনটি যুক্তরাজ্যে লঞ্চ করেছে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, এর দাম £499 (ভারতীয় মুদ্রায় প্রায় 51,000 টাকার মত)। এই দাম ফোনটির 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের। ফোনটিকে আপনি মিডনাইট ব্ল্যাক এবং পাইন গ্রিন কালারে ক্রয় করতে পারবেন। আগামী মাস থেকে যুক্তরাজ্যে এর বিক্রি শুরু হবে। ফোনটিকে কবে ভারতের বাজারে আনা হবে সেই সম্পর্কে কিছু জানা যায়নি।

Nokia XR21 ফোন ফিচার

Nokia XR21 ফোনে 120 হার্টজ রিফ্রেশ রেট সহ 6.49-ইঞ্চির FHD + LCD ডিসপ্লে রয়েছে। এর পিক ব্রাইটনেস 550 নিট। ফোনটিতে গরিলা গ্লাস ভিক্টাসের সুরক্ষা দেওয়া হয়েছে। এটি ভেজা হাতেও ব্যবহার করা যেতে পারে।

এতে MIL-STD 810H এবং IP68 এর মতো সার্টিফিকেশন রয়েছে যা এটিকে একটি শক্তিশালী স্মার্টফোন করে তোলে। এটিকে ধুলো ও জল থেকে সুরক্ষিত রাখার জন্য IP69 রেটিংও দেওয়া হয়েছে। ফোনটি Android 12 OS অপারেটিং সিস্টেমে চলবে। ফোনটি 6GB র‍্যামের সাথে যুক্ত Snapdragon 695 চিপসেট দ্বারা চলবে। এতে 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। মাইক্রো-এসডি কার্ডের মাধ্যমে এর ইন্টারনাল স্টোরেজ বাড়ানো যাবে।

আরও পড়ুনঃ ভিভো বাজারে আনতে চলেছে Vivo Drone Flying Camera ফোন, যা আকাশে উড়ে উড়ে ছবি তুলবে

ফোনটিতে ডুয়েল রিয়ারা ক্যামেরা সেটআপ রয়েছে, যার প্রাইমারি ক্যামেরা 64 মেগাপিক্সেলের এবং সেকেন্ডারি সেন্সরটি 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স। পিছনে LED ফ্ল্যাশ লাইট রয়েছে। সেলফির জন্য ফোনটিতে 16-মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে।

সিকুরিটির জন্য এতে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 4,800mAh ব্যাটারি বেবহার করা হয়েছে। যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এতে কোম্পানির পক্ষ থেকে অতিরিক্ত লাউড স্পিকার দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য এতে আপনি পেয়ে যাবেন 3.5mm জ্যাক, USB-C পোর্ট, NavIC, 5G নেটওয়ার্ক, WiFi, এবং Bluetooth 5.1 ভার্সন।

Related Articles

Back to top button