Facebooklatest techlatest tech newslatest technology newsTech BanglaTech NewsTech News Banglatech news todaytech worldTechnology Newstrending tech news

Facebook: ফেসবুক নিয়ে এসেছে নতুন ভিডিও এডিটিং ট্যাব, যার মাধ্যমে খুব সহজে ভিডিও এডিট করা যাবে

Facebook

এবার থেকে ফেসবুক ইউজাররা HDR ভিডিও আপলোড করতে পারবেন, সাথে পেয়ে যাবেন পুরনো Watch tab এর পরিবর্তে নতুন Video tab অপশন।

facebook

ইউজাররা আবার থেকে ফেসবুকে HDR ভিডিও আপলোড করতে পারবে। মেটা কোম্পানি দীর্ঘদিন ধরেই চেষ্টা করছে রিল-কে ফেসবুক এবং ইনস্টাগ্রামে একটি জনপ্রিয় ভিডিও ফরম্যাট হিসেবে গড়ে তুলতে। তাই মার্চ মাস থেকে ফেসবুক রিলের টাইম বাড়িয়ে 60 সেকেন্ড থেকে 90 সেকেন্ড করা হয়েছে।

আরও পড়ুনঃ NoiseFit Fuse Plus স্মার্টওয়াচ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার

বেশ কিছু নতুন ফিচার নিয়ে হাজির হয়েছে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মেটা। মেটা তাদের ফেসবুকের ভিডিও ফিচারের জন্য বেশ কিছু আপগ্রেড করেছে। এবার থেকে ফেসবুক ইউজাররা ফেসবুকে রিফাইন্ড এডিটিং টুলস ব্যবহার করার অপশন পাবেন। এখন থেকে HDR ভিডিও আপলোড করা যাবে এবং পুরনো Watch tab এর পরিবর্তে Video tab অপশন পাওয়া যাবে। এর ফোনে ফেসবুক ইউজাররা খুব সহজে ভিডিও এডিটিং করতে পারবে। এক নজরে দেখে নেওয়া যাক ফেসবুকের এই নতুন ফিচারের সমস্ত তথ্য বিস্তারিত ভাবে।

ফেসবুকের নতুন এডিটিং টুলের মাধ্যমে ইউজাররা বিভিন্ন ধরনের ফিচার যুক্ত করতে পারবেন। যেমন ভিডিওতে মিউজিক, ফিল্টার এবং অন্যান্য এফেক্ট ইত্যাদি। এছাড়াও করা যাবে ভিডিও কাট, ট্রিম করা ইত্যাদি। আবার এতে হেডলাইন ও ক্যাপশন যোগ করা যাবে।

আরও পড়ুনঃ Oppo A78 4G স্মার্টফোন 5000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার

এই নতুন ভিডিও ট্যাবের মাধ্যমে খুব সহজেই ফেসবুকে ভিডিও সার্চ করা ও  দেখা যাবে। ফেসবুক পুরনো Watch tab-এর পরিবর্তে নতুন Video tab অপশন যুক্ত করতে চলেছে। আপনাদের জানিয়ে রাখি যে, খুব শীঘ্রই এই নতুন অপশনটি শর্টকাট বারেও যুক্ত করা হবে।

মেটা জানিয়েছে যে, এটি ভিডিওর জন্য একটি প্ল্যাটফর্ম হিসাবে কাজ করবে, যেখানে রিলস, লম্বা ভিডিও এবং লাইভ সব কিছু দেখা যাবে। এই অপশনটি অ্যান্ড্রয়েড ফোনে উপরের দিকে এবং iOS-এ নিচে দেখা যাবে। এর ফলে ফেসবুকে ভিডিও এডিটিং করা এবং ভিডিও দেখা আরও বেশি সহজ হয়ে যাবে।

আরও জানা গিয়েছে যে, ফেসবুক ইউজাররা ফেসবুক ফিডে রিল এডিটিং টুলও পেয়ে যাবেন। যার মাধ্যমে ফেসবুক অ্যাপ থেকে ভিডিও আপলোড করার সময় সরাসরি ভিডিওতে অডিও, টেক্সট এবং মিউজিক যোগ করতে পারা যাবে। মেটা ফেসবুকে বিভিন্ন এডিটিং টুলসের বিকল্পও আনতে চলেছে। যার সাহায্যে ভিডিওর গতি বাড়ানো যাবে। আবার এই ভিডিও রিভার্স বা রিপ্লেস করা যাবে। এছাড়াও ইউজাররা অডিও কাস্টমাইজ করতে পারবেন।

আরও পড়ুনঃ boAt Wave Fury স্মার্টওয়াচ ভারতের বাজারে লঞ্চ হল, দাম মাত্র 1299 টাকা

Related Articles

Back to top button