Yulu Wynn নামের নতুন ই-স্কুটার বাজারে লঞ্চ করলো বাজাজ, দেখুন দাম ও ফিচার
ভারতের অন্যতম বৃহত্তম কোম্পানি Yulu বাজারে নিয়ে এসেছে নতুন Yulu Wynn মাইক্রো ই-স্কুটার। এই স্কুটারটির দাম রাখা হয়েছে 55555 টাকা (এক্স-শোরুম)।
Yulu Wynn- আপনাদের জানিয়ে রাখি যে, এতদিন ইয়ুলু ইলেকট্রিক স্কুটারকে আগে ভাড়াতেই বেবহার করা হত। এবার থেকে ব্যক্তিগত ব্যবহারের জন্য প্রথম মাইক্রো স্কুটার Wynn লঞ্চ করল কোম্পানি। কোম্পানি জানিয়েছে যে, বেশ কয়েক বছরের পরীক্ষা-নিরীক্ষা এবং গ্রাহকদের চাহিদা সম্পূর্ণরূপে জানার পর এটি লঞ্চ করা হয়েছে।
Yulu Wynn স্কুটারটিকে দুটি কালার অপশনে বাজারে আনা হয়েছে যেগুলি হল– স্কারলেট রেড ও মুনলাইট হোয়াইট। আপনি এই স্কুটারটিকে 999 টাকা দিয়ে অনলাইনে বুকিং করতে পারবেন। এর ডেলিভারি শুরু হবে মে মাসের মাঝামাঝি সময় থেকে। বাজাজ যে কারখানায় চেতক ই-স্কুটার তৈরি করে, সেখানেই এই নতুন মডেলটিকে তৈরি হবে।
এটির সর্বোচ্চ গতিবেগ 25 কিলোমিটার/ঘন্টা। এই স্কুটার চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন পড়বে না। এই স্কুটারটিকে পুরুষ বা মহিলা উভয়ের জন্যই বাজারে লঞ্চ করা হয়েছে। এর মধ্যে রয়েছে রয়েছে অন দ্য এয়ার কানেক্টিভিটি সহ ইনটেলিজেন্ট অপারেটিং সিস্টেম।
Yulu Wynn স্কুটারে দেওয়া হয়েছে সোয়াপেবল ব্যাটারি। ফলে সোয়াপিং স্টেশন থেকে এক মিনিটেরও কম সময়ে চার্জ শেষ হয়ে যাওয়া ব্যাটারির বদলে ফুল চার্জড ইউনিট লাগানো যাবে। এর ব্যাটারি পোর্টেবল চার্জারের মাধ্যমে বাড়িতেই চার্জ করা যাবে। এই প্রসঙ্গে ইয়ুলু-র সহ প্রতিষ্ঠাতা এবং সিইও জানিয়েছে আমরা যখন থেকে স্কুটার ভাড়াতে খাটানো শুরু করেছি, সেদিন থেকে ব্যক্তিগত ব্যবহারের টু-হুইলার লঞ্চের অনুরোধ পেয়ে পেয়েছিলাম।
কোম্পানি দাবি করেছে যে 16 বছরের ঊর্ধের সকল ব্যক্তি এটি চালাতে পারবেন। কোম্পানি এও জানিয়েছে যে Yulu Wynn স্কুটার কেনার ক্ষেত্রে চার্জার এবং ব্যাটারির দাম গ্রাহকদের থেকে নেওয়া হচ্ছে না। বর্তমানে সংস্থার লক্ষ্য এদেশে নিজেদের ব্যাটারি সোয়াপিং পরিকাঠামোর উন্নয়ন এবং ডিসেম্বরের মধ্যে টাচপয়েন্ট 100 থেকে বাড়িয়ে 500-তে নিয়ে যাওয়ার।