5G5G Smartphonelatest techlatest tech newslatest technology newsTech Banglatech news todaytech worldtrending tech newsVivoVivo Smartphone
64 মেগাপিক্সেল ক্যামেরা যুক্ত Vivo T2 5G ফোনের সেল শুরু হল, দেখুন কি কি রয়েছে এতে
Vivo T2 5G স্মার্টফোনটি গত সপ্তাহে ভারতের লঞ্চ হয়েছিল। আর আজ ফোনটি প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ হয়েছে। আজ দুপুর বারোটায় Flipkart ও Vivo Online Store থেকে ফোনটিকে ক্রয় করার জন্য উপলব্ধ করা হয়েছে।
এই ফোনটির উপর রয়েছে আকর্ষণীয় ব্যাংক অফার। Vivo T2 5G ফোনে রয়েছে 64 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, Qualcomm Sanpdragon 698 প্রসেসর, 3GB পর্যন্ত ভার্চুয়াল RAM। পাওয়ার ব্যাকআপের জন্য এতে আপনি পেয়ে যাবেন 4500mAh-এর ব্যাটারি।
ভারতের বাজারে Vivo T2 5G ফোনটিকে দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে আনা হয়েছে, যেগুলি হল 6GB RAM ও 128GB স্টোরেজ এবং 8GB RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজ। এই ফোনদুটির দাম যথাক্রমে 18999 টাকা ও 20999 টাকা।
Vivo T2 5G ফোনটিকে ভেলোসিটি ওয়েভ এবং নাইট্রো ব্লেজ দুটি কালার অপশনে ক্রয় করা যাবে। HDFC, SBI, ICICI ব্যাংকের কার্ডধারীরা ফোনটির দামের উপর 1500 টাকা অতিরিক্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন। সাথে রয়েছে ইএমআই ও এক্সচেঞ্জ অফার।
Vivo T2 5G ফোন ফিচার
- Vivo T2 5G ফোনে রয়েছে 6.38-ইঞ্চির ফুল এইচডি প্লাস (২৪০০×১০৮০ পিক্সেল) AMOLED ওয়াটারড্রপ নচ ডিসপ্লে, যার স্ক্রীন রেজুলসন 2400 পিক্সেল বাই 1080 পিক্সেল, 90 হার্টজ রিফ্রেশ রেট এবং 1300 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট।
- এই ফোনটি Android 13 ভিত্তিক Funtouch OS কাস্টম স্কিনে রান করবে।
- সিকিউরিটির জন্য এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।
- পারফরম্যান্সের জন্য টি২-সিরিজের এই স্মার্টফোনে Adrono 619 GPU সহ Qualcomm Snapdragon 698 প্রসেসর ব্যবহার করা হয়েছে।
- সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য Vivo T2 5G ফোনে আপনি পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটির পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরাগুলি হল 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল বোকেহ সেকেন্ডারি কামেরা।
- পাওয়ার ব্যাকআপের জন্য এতে 4500mAh-এর ব্যাটারি দেওয়া হয়েছে, যা 44W ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে।
- এতে কানেক্টিভিটির জন্য রয়েছে GPS, ডুয়াল-ব্যান্ড Wi-Fi, Bluetooth, এবং ইউএসবি টাইপ-সি পোর্ট ।
- ফোনটির ওজন 172 গ্রাম।