Fire-Boltt Emerald- দুর্দান্ত ফিচার সহ বাজারে এলো Fire-Boltt Emerald স্মার্টওয়াচ, দেখুন দাম ও ফিচার
এই স্মার্টওয়াচটিকে মাত্র 5999 টাকায় বাজারে আনা হয়েছে। এতে রয়েছে ব্লুটুথ কলিং ফিচার।
Fire-Boltt Emerald- গত কয়েক বছর ধরে স্মার্টওয়াচের বাজার দ্রুত বেড়ে চলেছে। বড় বড় কোম্পানিগুলি একে অপরের থেকে এগিয়ে যাওয়ার জন্য, প্রায় দিন নতুন নতুন স্মার্টওয়াচ বাজারে নিয়ে আসছে। এবার দেশীয় স্মার্টওয়াচ নির্মাতা কোম্পানি ফায়ার-বোল্ট তার “জুয়েলস অফ টাইম” সিরিজের স্মার্টওয়াচের অন্তর্গত নতুন Fire-Boltt Emerald স্মার্টওয়াচ নিয়ে এসেছে।
ব্লুটুথ কলিং ফিচার সহ আসা এই স্মার্টওয়াচটিতে রয়েছে মহিলাদের স্বাস্থ্যেরও যত্ন নেওয়ার ফিচার। কোম্পানি দাবি মতে এই স্মার্টওয়াচের ব্যাটারি একক চার্জে 5 দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দেবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক নতুন Fire-Bolt Emerald স্মার্টওয়াচের দাম, ও ফিচার সম্পর্কে বিস্তারিত তথ্য।
আরও পড়ুনঃ Oppo A78 4G স্মার্টফোন 5000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার
ভারতের বাজারে Fire-Bolt Emerald স্মার্টওয়াচের দাম রাখা হয়েছে 5,999 টাকা। এটি কোম্পানির নিজস্ব ওয়েবসাইট এবং ই-কমার্স সাইট অ্যামাজন থেকে কেনা যাবে। সবুজ, নীল, রোজ গোল্ড এই তিনটি কালারে এই স্মার্টওয়াচটিকে বিক্রির জন্য উপলব্ধ করা হয়েছে।
Fire-Boltt Emerald স্মার্টওয়াচ ফিচার
এই স্মার্টওয়াচটিকে ডায়মন্ড কাট গ্লাস ডিজাইন এবং রাউন্ড ডায়াল সহ বাজারে আনা হয়েছে। এর পাশে একটি ঘূর্ণায়মান মুকুট দেওয়া হয়েছে। এতে 1.09 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে, যার স্ক্রীন রেজুলসন 240 পিক্সেল 240 পিক্সেল।
Fire-Boltt Emerald স্মার্টওয়াচে ব্লুটুথ কলিং ফিচার দেওয়া হয়েছে। এই জন্য এতে দেওয়া হয়েছে ইনবিল্ট মাইক্রোফোন ও স্পিকার। স্বাস্থ্য-এর জন্য এতে দেওয়া হয়েছে হার্ট রেট মনিটর, SpO2 সেন্সর, স্লিপ মনিটর, মহিলা স্বাস্থ্য ট্র্যাকার ইত্যাদি। এছাড়াও, এতে একাধিক স্পোর্টস মোড রয়েছে।
কোম্পানির মতে, এর ব্যাটারি একবার চার্জে 5 দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে পারে। এ ছাড়া ঘড়িটির অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো ইনবিল্ট গেমস, স্মার্ট নোটিফিকেশন, ওয়েদার আপডেট, ক্যামেরা ও মিউজিক কন্ট্রোল, স্টপ ওয়াচ, টাইমার ইত্যাদি। ওয়াটার রেজিস্ট্যান্সের জন্য এই স্মার্টওয়াচটিতে IP68 রেটিং দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ NoiseFit Fuse Plus স্মার্টওয়াচ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার