5G5G SmartphoneBangla NewsBangla Tech Newslatest techlatest tech newslatest technology newsMobile PhoneOnePlusSmartphoneTech BanglaTech News Banglatech news todaytech worldTechnology News

OnePlus Ace 3 ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছে, জেনে নিন এর বিস্তারিত তথ্য

OnePlus Ace 3 ফোনটি 6.74 ইঞ্চির OLED ডিসপ্লে সহ আসতে চলেছে। এতে থাকছে কোয়াকম স্ন্যাপড্রাগন 8 জেন 2 প্রসেসর। এই ফোনটি এই বছরের শেষের দিকে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।

OnePlus Ace 3

ওয়ানপ্লাস কোম্পানি তাদের ACE সিরিজের পরিধি বিস্তার করতে কিছু দিন আগে এই সিরিজের অধীনে OnePlus Ace 2 Pro স্মার্টফোন লঞ্চ করেছিল। এবার কোম্পানি এই সিরিজের আরও একটি নতুন স্মার্টফোন OnePlus Ace 3 লঞ্চ করতে চলেছে। তবে আপনাদের জানিয়ে রাখি যে এই ফোনটি সম্পর্কে কোন তথ্যই এখনও পর্যন্ত কোম্পানি অফিসিয়াল ভাবে প্রকাশ করেনি। ফোনটির কিছু গুরুত্বপূর্ণ তথ্য বাজারে লিক হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত তথ্য।

আরও পড়ুনঃ Realme 11X 5G ফোনে বাম্পার ডিসকাউন্ট অফার, রয়েছে 6GB RAM এবং 5,000mAh ব্যাটারি

OnePlus Ace 3 ফোনের সম্ভাব্য ফিচার

ফোনটির স্পেসিফিকেশন ডিটেইলস শেয়ার করেছেন টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন।

  • ডিসপ্লে: OnePlus Ace 3 ফোনটিতে থাকতে পারে 6.74 ইঞ্চির OLED কার্ভ এজ ডিসপ্লে। যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 1.5k রেজলিউশন এবং পাঞ্চ হোল ডিসপ্লে থাকবে।
  • র‍্যাম ও স্টোরেজ: এই ফোনটিকে দুটি স্টোরেজ অপশনে লঞ্চ করা হতে পারে। এই ফোনে আশা করা হচ্ছে 16GB ও 24GB LPDDR5x RAM এবং 512GB ও 1TB UFS 4.0 ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে।
  • প্রসেসর ও অপারেটিং সিস্টেম: এই ফোনটিতে কোয়াকম স্ন্যাপড্রাগন 8 জেন 2 প্রসেসর সঙ্গে লঞ্চ করা হতে পারে। এই ফোনটি Android 14 অপারেটিং সিস্টেমে কাজ করবে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের এই ফোনে 5500mAh-এর ব্যাটারি। যা 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে জানা গেছে।
  • ক্যামেরা: এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা থাকতে পারে। এতে 50 মেগাপিক্সেলের সোনী IMX890 প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং 2x অপটিক্যাল জুম সহ 32 মেগাপিক্সেল সোনী IMX709 টেলিফটো লেন্স থাকবে। এদিকে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে।
  • অন্যান্য ফিচার: সিকুরিটির জন্য এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। সাথে ডুয়েল 5G সিম সাপোর্ট, Bluetooth, Wi-Fi, এবং এনএফসি ইত্যাদি।
  • আরও পড়ুনঃ 5G Smartphone: সেরা 5টি 5G স্মার্টফোন! যাদের দাম খুবই কম

Related Articles

Back to top button