5G5G SmartphoneiQOOlatest techlatest tech newslatest technology newsMobile PhoneSmartphoneTech NewsTech News Banglatech news todaytech worldTechnology Newstrending tech news

iQOO Z8 স্মার্টফোন 64 মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে ভারত সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হল

আইকো জেড৮ অর্থাৎ iQOO Z8 ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ প্রসেসরের সাথে আসবে, যার সাথে গ্রাফিক্সের জন্য মালি-জি৬১০ জিপিইউ-এর যুক্ত থাকছে।

iQOO Z8

টেক কোম্পানি আইকো গত সপ্তাহে তাদের iQOO Z8 এবং iQOO Z8x স্মার্টফোন দুটিকে চীনের মার্কেটে লঞ্চ করেছে। তার মধ্যে iQOO Z8 ফোনে MediaTek Dimensity 8200 চিপসেট দেওয়া হয়েছে। এই ফোনটি 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এবার ফোনটি গ্লোবাল লঞ্চের ইঙ্গিত দিয়ে গুগল প্লে কনসোল (Google Play Console)-এ লিস্ট হয়েছে। গুগল প্লে কনসোল হল এমন একটি পোর্টাল, যাতে ডেভেলপাররা অ্যান্ড্রয়েড অ্যাপগুলির কার্যক্ষমতা পরীক্ষানিরীক্ষা করতে পারে। এই পোর্টালে iQOO Z8 ফোনের লিস্টেড হওয়া মানে ফোনটিকে চীনের বাইরে লঞ্চ করার পরিকল্পনা করছে কোম্পানি। তাহলে চলুন লিস্টিং থেকে কি কি তথ্য উঠে এসেছে তা জেনে নেওয়া যাক।

আরও পড়ুনঃ 5G Smartphone: সেরা 5টি 5G স্মার্টফোন! যাদের দাম খুবই কম

গুগল প্লে কনসোলে একটি নতুন আইকো ডিভাইস V2314A মডেল নম্বর সহ তালিকাভুক্ত হয়েছে। এই একই মডেল নুম্বারের ফোন গত সপ্তাহে চীনের বাজারে আইকো জেড৮ নামে লঞ্চ হয়েছিল। তালিকা থেকে জানা গেছে এই স্মার্টফোনটি Android 13 অপারেটিং সিস্টেমে রান করবে। পারফরমান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ প্রসেসর থাকবে, যার সাথে গ্রাফিক্সের জন্য মালি-জি৬১০ জিপিইউ-এর পেয়ার করা থাকবে। ফোনটি 12GB র‍্যাম ভ্যারিয়েন্টে আসতে চলেছে।

চীনে iQOO Z8-এর দাম রাখা হয়েছে ১,৬৯৯ ইউয়ান (ভারতীয় মুদ্রায় প্রায় ১৯,২৪০ টাকার মত)। তবে আশা করা যায় যে ভারতের বাজারে এই ফোনের গ্লোবাল মূল্য হবে প্রায় ২১,০০০ টাকা। আপনাদের জানিয়ে রাখি যে কোম্পানি সম্প্রতি ভারতের বাজারে Z7 Pro ফোনটিকে ২৩,৯৯৯ টাকায় লঞ্চ করেছে। যেহেতু Z7 Pro এবং iQOO Z8 একই প্রাইস রেঞ্জের দুটি ডিভাইস, তাই কোম্পানি সম্ভবত কিছুদিন পর Z8 মডেলটি এদেশে লঞ্চ করতে চলেছে। যদিও এখনও পর্যন্ত কোম্পানি, ভারতে বা অন্য কোনও বাজারে iQOO Z8 লঞ্চ করার কোনও তথ্য শেয়ার করেনি।

iQOO Z8 স্মার্টফোন ফিচার

  • আইকো জেড৮-এর গ্লোবাল ফোনে 1080 পিক্সেল বাই 2388 পিক্সেল রেজোলিউশন সহ ফুলএইচডি+ ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে।
  • ফটোগ্রাফির জন্য, iQOO Z8-এর ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। তার মধ্যে এফ/১.৮ অ্যাপারচার সহ ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর থাকছে। সেলফির জন্য ফোনের সামনে ১৬ মেগাপিক্সেলের সেন্সর দেওয়া হয়েছে।
  • পাওয়ার ব্যাকআপের জন্য iQOO Z8-এর গ্লোবাল ভ্যারিয়েন্টে 12W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000mAh-এর ব্যাটারি ব্যবহার করা হবে। হেডফোন জ্যাক এবং সিকুরিটির জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও অন্তর্ভুক্ত থাকবে।

আরও পড়ুনঃ Realme 11X 5G ফোনে বাম্পার ডিসকাউন্ট অফার, রয়েছে 6GB RAM এবং 5,000mAh ব্যাটারি

Related Articles

Back to top button