5G5G Smartphonelatest techlatest tech newslatest technology newsMobile PhoneOppoOppo SmartphoneSmartphonetech news todaytech worldtrending tech news

Oppo A78 5G স্মার্টফোন লঞ্চ হল খুবই সস্তায়, দেখুন দাম ও ফিচার

Oppo A78 5G ফোনের দাম সহ ফিচার কিছুদিন আগে ফাঁস হয়েছিল। এবার এই ফোনটি থেকে পর্দা সরানো হয়েছে। আগামী 14 জানুয়ারি ভারতে এই ফোনটি লঞ্চ হতে পারে।

Oppo A78 5G Smartphone

 

Oppo A78 5G ফোনের দাম সহ ফিচার কিছুদিন আগে ফাঁস হয়েছিল। এবার এই ফোনটি থেকে পর্দা সরানো হয়েছে। আগামী 14 জানুয়ারি ভারতে এই ফোনটি লঞ্চ হতে পারে। Oppo A78 5G ফোনে আপনি পেয়ে যাবেন এলসিডি ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি চিপসেট ও 50 মেগাপিক্সেল যুক্ত ডুয়েল ক্যামেরা সেটআপ। তাহলে চলুন দেখে নেওয়া যাক ফোনটি দাম ও ফিচার।
মালয়েশিয়ায় এই ফোনের দাম এখনও জানা যায়নি। তবে এটি 8GB RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজ সহ পাওয়া যাবে বলে জানা গেছে।
 
এদিকে ফাঁস হওয়া রিপোর্ট অনুযায়ী, ভারতের বাজারে ওপ্পো A78 5G ফোনের বেস মডেলের দাম রাখা রাখা হবে 18,999 টাকা। তবে এই মূল্য কোন স্টোরেজ ভ্যারিয়েন্টের হবে তা এখনও জানা যায়নি।
 

Oppo A78 5G ফোন ফিচার

Oppo A78 5G ফোনে পাওয়া যাবে 6.56 ইঞ্চির এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে, যা 90 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে দেওয়া হয়েছে 5000mAh-এর ব্যাটারি, যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। কানেক্টিভিটির জন্য রয়েছে ডুয়েল সিম সাপোর্ট, Wi-Fi, Bluetooth, GPS ও ইউএসবি টাইপ সি পোর্ট।
 
Oppo A78 5G ফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরাগুলি হল 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর ও 02 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে দেওয়া হয়েছে 08 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ফোনটি IP58 রেটিং সহ এসেছে।
 
পারফরম্যান্সের জন্য এতে MediaTek Dimesity 700 প্রসেসর দেওয়া হয়েছে। ফোনটি 8GB RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজ সহ পাওয়া যাবে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ফোনের ইন্টারনাল স্টোরেজ আরও বাড়ানো যাবে। ফোনটি Android 13 কালারওএস 13 কাস্টম স্কিনে রান করবে।

Related Articles

Back to top button