খুবই কম দামে লঞ্চ হল Honor 90 স্মার্টফোন, রয়েছে 19GB পর্যন্ত RAM এবং 200MP ক্যামেরা
ভারতের বাজারে লঞ্চ হয়েছে Honor 90 5G স্মার্টফোন। এতে আপনি পেয়ে যাবেন 200 মেগাপিক্সেলের রিয়ার এবং 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। virtual RAM সহ এই ফোনে 19GB পর্যন্ত RAM দেওয়া হয়েছে।
Honor কোম্পানি নতুন 5G ফোন নিয়ে ভারতের বাজারে হাজির হয়েছে। বেশ কয়েকদিন ধরে বিভিন্ন লিক ও সমালোচনার পর অবশেষে ভারতের বাজারে লঞ্চ করা হল Honor 90 স্মার্টফোন। এই ফোনে আপনি পেয়ে যাবেন 19GB পর্যন্ত RAM, 200 মেগাপিক্সেলযুক্ত রিয়ার ক্যামেরা ও 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সহ বেশ কিছু দুরদান্ত ফিচার। ফোনটির দাম সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি। তবে ফোনটিকে খুবই সস্তায় পাওয়া যাবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং অন্যান্য তথ্য সম্পর্কে বিস্তারিত তথ্য।
আরও পড়ুনঃ Realme 11X 5G ফোনে বাম্পার ডিসকাউন্ট অফার, রয়েছে 6GB RAM এবং 5,000mAh ব্যাটারি
Honor 90 ফোন ফিচার
Honor 90 ফোনটিতে রয়েছে 6.7 ইঞ্চির 1.5কে কোয়াড কার্ভড এমোলেড ডিসপ্লে। যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 1600 নিটস্ পীক ব্রাইটনেস ও 3840PWM ডিমিং সাপোর্ট করবে। পারফরমেন্সের জন্য এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 1 চিপসেট দেওয়া হয়েছে। এই ফোনটি Android 13 অপারেটিং সিস্টেম এবং ম্যাজিক ইউআই 7.1 এ কাজ করবে। ফোনটি 12GB RAM এবং 512GB ইন্টারনাল স্টোরেজ সহ বাজারে এসেছে। এর সঙ্গে 7GB virtual RAM রয়েছে যার মাধ্যে এই ফোনে মোট 19GB RAM উপভোগ করা যাবে।
ফটোগ্রাফির জন্য এতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। যাতে 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। ভিডিও কলিং এবং সেলফির জন্য এই ফোনের সামনে 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য এতে 66W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটিতে ডুয়েল 5G সিম সাপোর্ট করবে। এছাড়া রয়েছে 4G নেটওয়ার্ক, Bluetooth, Wi-Fi, জিপিএস, এনএফসি। সিকুরিটির জন্য এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ 5G Smartphone: সেরা 5টি 5G স্মার্টফোন! যাদের দাম খুবই কম