Bangla Tech Newslatest techlatest tech newslatest technology newsMobile PhoneNokiaSmartphonetechtech news todaytech worldtrending tech news

Nokia C31 স্মার্টফোন লঞ্চ হল খুবই কম দামে, দেখুন এর মধ্যে কি কি ফিচার রয়েছে

HMD Global ভারতের বাজারে নিয়ে এসেছে নতুন Nokia C31 স্মার্টফোন। ফোনটিকে ভারতের বাজারে দুটি স্টোরেজ ভার্সনে নিয়ে আসা হয়েছে।

Nokia C31


এই ফোনের মধ্যে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, এবং সিঙ্গেল সেলফি ক্যামেরা। এছাড়া এর মধ্যে রয়েছে 5050mAh এর ব্যাটারি, Octa-Core প্রসেসর, Android 12 অপারেটিং সিস্টেম, এবং 6.74 ইঞ্চির ডিসপ্লে। তাহলে চলুন দেখে নেওয়া যাক ফোনটির দাম ও ফিচার সম্পর্কে বিস্তারিত তথ্য।

ফোনটির 3GB RAM ও 32GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম মাত্র 9,999 টাকা। এদিকে ফোনটির 4GB ও 64GB স্টোরেজ মডেলের জন্য আপনাকে খরচ করতে হবে মাত্র 10,999 টাকা। ফোনটিকে Charcoal এবং Mint কালারে ক্রয় করা যাবে। ফোনটিকে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট (Nokia.Com) থেকে কিনতে পারবেন।

Nokia C31 ফোন ফিচার

Nokia C31 ফোনটিকে ভারতের বাজারে নিয়ে আসা হয়েছে মোট দুটি স্টোরেজ ভার্সনে। তদের মধ্যে একটি হল 3GB RAM ও 32GB স্টোরেজ এবং দ্বিতীয়টি হল 4GB ও 64GB স্টোরেজ। 
Nokia C31 ফোনে রয়েছে 6.7 ইঞ্চির HD ডিসপ্লে। সিঙ্গেল, ফ্রন্ট ফেসিং ক্যামেরা লুক্কায়িত রয়েছে ফোনের ডিসপ্লে নচে। রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। প্রাইমারি সেন্সর হিসেবে 13 মেগাপিক্সেলের ক্যামেরা এবং সেকেন্ডারি হিসেবে রয়েছে দুটি 2 মেগাপিক্সেলের ক্যামেরা। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এতে পেয়ে যাবেন একটি 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা।

বায়োমেট্রিক সিকিওরিটির জন্য অ্যান্ড্রয়েড প্রাইভেসি প্রোটেকশন হিসেবে Nokia C31 ফোনে বেবহার করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেসিয়াল আনলক।
পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে দেওয়া হয়েছে 5050mAh এর ব্যাটারি। যা 10W ফাস্ট চারজিং সাপোর্ট করবে। ফোনটির ব্যাটারি 3 দিন পর্যন্ত চলবে। ফোনটিতে Octa-Core প্রসেসর বেবহার করা হয়েছে।

ফোনটি Android 12 অপারেটিং সিস্টেমে চলবে। এতে ডুয়েল ন্যানো সিম বেবহার করা যাবে। কানেক্টিভিটির জন্য এতে সাপোর্ট করবে 4G নেটওয়ার্ক, Wi-Fi, Bluetooth, 3.5mm অডিও জ্যাক, মাইক্রো ইউএসবি ইত্যাদি। ফোনটির ওজন 200 গ্রাম।


Related Articles

Back to top button