Aadhaar- মোবাইল নম্বরটি যদি আধার কার্ডের সাথে লিঙ্ক না থাকে তবে এই কাজগুলি সহজেই করা যেতে পারে।

আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলেও এই কাজগুলি খুব সহজেই করা যেতে পারে।

Aadhaar- আপনি নিশ্চয়ই আধার কার্ড সম্পর্কে জানেন। আজ আধার কার্ড ভারতীয় নাগরিকদের জন্য একটি অপরিহার্য নথি এবং এটি একটি পরিচয়পত্রও। সাধারণত, আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করা বাধ্যতামূলক, তবে আপনার ফোন নম্বর আধারের সাথে লিঙ্ক না থাকলেও আপনি আধার সম্পর্কিত অনেক কিছু করতে পারেন। খুব কম মানুষই এই বিষয়ে সচেতন। তাহলে চলুন জেনে নেওয়া যাক কি কি করা যাবে।

আরও পড়ুনঃ

Aadhaar PVC কার্ড অর্ডার

আপনার মোবাইল নম্বর আধারের সাথে লিঙ্ক না থাকলেও আপনি আধার পিভিসি কার্ডের অর্ডার ট্র্যাক করতে পারেন। আর হ্যাঁ একটি পিভিসি কার্ড অর্ডার করতে মোবাইল নম্বরটি আধারের সাথে লিঙ্ক থাকা জরুরি নয়। আপনি যেকোনো ফোন নাম্বার দিয়ে UIDAI সাইট থেকে ওটিপি সেন্ড করে আধারের পিভিসি কার্ড অর্ডার করতে পারেন।

Locate Enrolment Center

আধার কেন্দ্র সম্পর্কে তথ্য পেতে মোবাইল নম্বরটি আধার কার্ডের সাথে লিঙ্ক করা আবশ্যক নয়। আপনি UIDAI ওয়েবসাইট থেকে আধার কার্ড এনরোলমেন্ট সেন্টারের তথ্য বের করতে পারেন।

Book an Appointment

আধার কার্ডের যেকোনো আপডেট বা সংশোধনের জন্য আপনি ঘরে বসেই অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন। এর জন্য আপনার আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকার প্রয়োজন নেই।

Check Aadhaar enrolment and update status

মোবাইল নম্বর ছাড়াই, আপনি আধার তালিকাভুক্তি পরীক্ষা করতে পারেন। এছাড়া আপনার আধার সংক্রান্ত যেকোনো আপডেটও চেক করতে পারেন মোবাইল নাম্বার ছাড়ায়। তবে এর জন্য আপনার এনরোলমেন্ট নাম্বারের প্রয়োজন পড়বে।

আরও পড়ুনঃ

Exit mobile version