দুর্দান্ত ব্যাটারি ব্যাকআপ ও ইন্টেল i5 প্রসেসর নিয়ে লঞ্চ হল Acer Swift 3 ল্যাপটপ।
জনপ্রিয় ল্যাপটপ নির্মাতা কোম্পানি Acer বাজারে নিয়ে এলো তাদের Swift 3 সিরিজের নতুন ল্যাপটপ। Acer Swift 3 SF313-52 নামে আসা এই ল্যাপটপে 10th জেনারেশন ইন্টেল কোর i5 প্রসেসর দেওয়া হয়েছে। এছাড়াও এই ল্যাপটপে পাবেন 13.5 ইঞ্চি ডিসপ্লে, 08GB RAM, ব্যাকলিট কীবোর্ড এবং এর ব্যাটারি ব্যাকআপ ১৬ঘণ্টা পর্যন্ত পাওয়া যাবে। আসুন Acer Swift 3 SF313-52 ল্যাপটপ এর দাম ও ফিচার সম্পর্কে কিছু তথ্য জেনে নিই।
আরও পড়ুনঃ আমেরিকারন কোম্পানি AVITA ভারতে নিয়ে এসেছে নতুন ল্যাপটপ AVITA Liber V, দেখেনিন ফিচার।
Acer Swift 3 SF313-52 দামঃ
ভারতে Acer Swift 3 এর দাম রাখা হয়েছে 64,999 টাকা। এই ল্যাপটপকে আগে কোম্পানি গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছিল। এই ল্যাপটপটিকে ভারতের সমস্ত ই-কমার্স ওয়েবসাইট থেকে কিনতে পারবেন। এটি একটি মাত্র কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, সেটি হল সিলভার কালার।
Acer Swift 3 SF313-52 ল্যাপটপের ফিচারঃ
এসার Swift 3 ল্যাপটপে 13.5 ইঞ্চি CineCrystal আইপিএস এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এর স্ক্রীন রেজুলসন 2256পিক্সেল বাই 1506পিক্সেল এবং 3:2 এস্পেক্ট রেসিও। এই ল্যাপটপে 10th জেনারেশন ইন্টেল কোর i5 1035G4 Quad Core প্রসেসর দেওয়া হয়েছে। যার স্পীড 1.10 গিগাহার্টজ।
আরও পড়ুনঃ ভারতে লঞ্চ হতে চলেছে Redmi এর সবথেকে সস্তা স্মার্টফোন।
এই ল্যাপটপে পাবেন 8GB RAM এবং 1TB হার্ড ড্রাইভ। এতে Intel Iris Plus Graphics দেওয়া হয়েছে। ল্যাপটপটিতে মেমোরি কার্ড রিডার নেই। এতে HDMI পোর্ট, USB Type-C, ইউএসবি 2.0 পোর্ট, ইউএসবি 3.1 জেনারেল 1 পোর্ট দেওয়া হয়েছে। আবার এই ল্যাপটপে পাবেন Bluetooth 5.0 ভার্সন। এই ল্যাপটপ এর ওজন মাত্র 1.20 কেজি।
এর মধ্যে 56WH লিথিয়াম আয়ন ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির দাবী অনুযায়ী এর ব্যাটারি 16 ঘণ্টা ব্যাকআপ দিতে সক্ষম। আবার এটি 65W AC অ্যাডাপ্টারের সাথে এসেছে। ল্যাপটপটি উইন্ডোজ 10 Home 64 Bit ভার্সনে চলে, এর মধ্যে টাচপ্যাড ও ব্যাকলাইট কীবোর্ড দেওয়া হয়েছে। এই ল্যাপটপে পাবেন ফিঙ্গারপ্রিন্ট রিডার ও ২টি স্টেরিও স্পীকার ও মাইক্রোফোন।