Airtel Prepaid Plan- এয়ারটেলের এই নতুন দুই প্রিপেড প্ল্যান রিচার্জ করতে গ্রাহকদের খরচ করতে হবে যথাক্রমে 489 টাকা এবং 509 টাকা। এই Airtel প্ল্যান দুটিতে সর্বাধিক 60GB পর্যন্ত ইন্টারনেট ডেটা পাওয়া যাবে।তাহলে চলুন জেনে নেওয়া যাক এই দুই প্ল্যানের বিস্তারিত।
Airtel-এর 489 টাকার প্ল্যান
30 দিন বৈধতার এই 489 টাকার প্রিপেড প্ল্যানে Airtel-দিচ্ছে আনলিমিটেড লোকাল এবং STD কলিং। রোমিং কলের জন্যও কাস্টমারদের এক পয়সাও চার্জ দিতে হবে না। এই প্ল্যানে গ্রাহকরা মোট 300 SMS পাঠাতে পারবেন।
Airtel Prepaid Plan- তবে প্ল্যানটির উল্লেখযোগ্য অফার হল বিপুল পরিমানে ইন্টারনেট ডেটা। 489 টাকার Airtel প্ল্যানে গ্রাহকরা পেয়ে যাবেন সর্বমোট 50GB ইন্টারনেট ডেটা। এছাড়া এই প্ল্যানটিতে পাওয়া যাবে Wynk Music-এর ফ্রি সাবস্ক্রিপশন, Apollo 24 by 7 Circle, ফ্রি হ্যালো টিউন, এবং FASTag-এ ক্যাশব্যাক।
Airtel-এর 509 টাকার প্রিপেড প্ল্যান
Airtel-এর এই প্ল্যানে পাওয়া যাবে আনলিমিটেড লোকাল এবং এসটিডি কল। আগের মতো এই প্ল্যানের রোমিং কলে টাকা চার্জ দিতে হবে। এই প্ল্যানে কাস্টমাররা পেয়ে যাবেন 60GB ইন্টারনেট ডেটা। এছাড়া পাওয়া যাবে Wynk Music-এর ফ্রি সাবস্ক্রিপশন, Apollo 24 by 7 Circle, ফ্রি হ্যালো টিউন, এবং FASTag-এ ক্যাশব্যাক। এই প্ল্যানের ভ্যালিডিটি 30 দিন।