Amazfit POP 2 স্মার্টওয়াচ বাজারে লঞ্চ হল, পাবেন ১০ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ

টেক কোম্পানি Amazfit বাজারে তাদের নতুন স্মার্টব্যান্ড Amazfit POP 2 স্মার্টওয়াচ নিয়ে এসেছে। ৪ হাজার টাকার কম দামে আসা সত্ত্বেও এই নতুন স্মার্টওয়াচে রয়েছে অনেক উন্নত ফিচার।

Amazfit POP 2
 
এতে পানি পেয়ে যাবেন ব্লুটুথ কলিংয ফিচার। এছাড়াও, এর ব্যাটারি এক চার্জে দশ দিন পর্যন্ত ব্যাকআপ দেবে। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক নতুন Amazfit POP 2 স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত তথ্য।
ভারতীয় বাজারে Amazfit Pop 2 স্মার্টওয়াচের দাম 3,999 টাকা। 22 নভেম্বর এই ডিভাইসটিকে অফার সহ Flipkart এবং কোম্পানির নিজস্ব ওয়েবসাইট ক্রয় করতে পারবেন। এই স্মার্টব্যান্ডকে কালো এবং গোলাপী কালারে আনা হয়েছে।
আরও পড়ুনঃ Oppo A78 4G স্মার্টফোন 5000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার

Amazfit POP 2 স্মার্টওয়াচ ফিচার

নতুন Amazfit-এর এই স্মার্টওয়াচ HD রেজোলিউশন সহ 1.78-ইঞ্চি AMOLED ডিসপ্লে সহ এসেছে। এটিতে 150 টিরও বেশি কাস্টমাইজযোগ্য ওয়াচফেস রয়েছে। অ্যালুমিনিয়াম অ্যালয় বডি দ্বারা তৈরি এই ডিসপ্লের ডান প্রান্তে রয়েছে একটি বোতাম।
 
অন্যদিকে স্বাস্থ্যগত বৈশিষ্ট্য হিসেবে এই স্মার্টওয়াচে রয়েছে হার্ট রেট মনিটর, SpO2 সেন্সর, স্লিপ ট্র্যাকার, সেডেন্টারি রিমাইন্ডার ইত্যাদি। এটি ছাড়াও এর মধ্যে 100 টিরও বেশি স্পোর্টস মোড দেওয়া হয়েছে।
 
এই নতুন ঘড়িটি ব্লুটুথ কলিং ফিচার সাপোর্ট করবে, যার জন্য এতে একটি অন্তর্নির্মিত স্পিকার এবং মাইক্রোফোন দেওয়া হয়েছে। ব্যবহারকারীরা ঘড়ি থেকে তার ভয়েস কমান্ডের মাধ্যমে স্মার্টফোনের মিউজিক প্লেব্যাক এবং ক্যামেরা শাটার নিয়ন্ত্রণ করতে পারবেন। এতে ব্লুটুথ 5.2 ব্যবহার করা হয়েছে এবং এতে Zepp OS সাপোর্ট রয়েছে।
 
ঘড়িটি পাঁচ মিটার জলের গভীরতা পর্যন্ত সুরক্ষিত থাকবে। এছাড়া এতে রয়েছে আবহাওয়ার আপডেট, মিডিয়া নোটিফিকেশান, ক্যালেন্ডার রিমাইন্ডার ইত্যাদি। পাওয়ার ব্যাকআপের জন্য, এটিতে একটি 270mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা পুরো চার্জে 10 দিন পর্যন্ত প্লেব্যাক দেবে।
 
আরও পড়ুনঃ NoiseFit Fuse Plus স্মার্টওয়াচ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার
 
Exit mobile version