Site icon Technology News

Amazfit T-Rex 2 স্মার্টওয়াচ 10ATM রেটিং সহ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার

Amazfit T-Rex 2 স্মার্টওয়াচ বাজারে লঞ্চ হল। এতে রয়েছে হাই প্রিসিশন জিপিএস প্রযুক্তি রয়েছে। কোম্পানির পক্ষ থেকে দাবী করা হয়েছে যে, এই ডিভাইসটি একবার চার্জে 45 দিন পর্যন্ত চলবে।



আরও পড়ুনঃ Vivo Y72 5G ফোনের উপরে পাওয়া যাচ্ছে সীমিত সময়ের অফার, দেখুন কি রয়েছে এর মধ্যে

ডিভাইসটিকে কবে ভারতের বাজারে আনা হবে তা এখনও জানা যায়নি। তাহলে চলুন জেনে নেওয়া যাক Amazfit T-Rex 2 স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত তথ্য।

মার্কিন বাজারে Amazfit T-Re 2 স্মার্টওয়াচটির দাম 299.99 ডোলার (ভারতীয় মুদ্রায় প্রায় 18,000 টাকার মত)। অ্যাস্ট্রো ব্ল্যাক, গোল্ড ডেজার্ট খাকি, অ্যাম্বার ব্ল্যাক এবং ওয়াইল্ড গ্রিন এই পাঁচটি রঙে ক্রয় করা যাবে। নতুন স্মার্টওয়াচটি ইউরোপের বাজারে 1 জুন থেকে 229 ইউরো (ভারতীয় বাজারে প্রায় 19,000 টাকার মত) পাওয়া যাবে।

Amazfit T-Rex 2 স্মার্টওয়াচ ফিচার

 নতুন Amazfit T-Rex 2 স্মার্টওয়াচে 454 পিক্সেল বাই 454 পিক্সেল স্ক্রীন রেজোলিউশন সহ 1.29-ইঞ্চি AMOLED টাচস্ক্রিন ডিসপ্লে রয়েছে। ঘড়িটিতে রাগড ডিজাইন রয়েছে, যা এটিকে চরম আবহাওয়ায় (30°C) ব্যবহারযোগ্য করে তোলে।

এই ঘড়িটিতে 150টি স্পোর্টস মোড দেওয়া হয়েছে। এই স্মার্টওয়াচটিতে পাঁচটি স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম সহ ডুয়াল ব্যান্ড পজিশনিং রয়েছে। এছাড়াও এতে রয়েছে ব্লাড অক্সিজেন স্যাচুরেশন লেভেল মনিটর ফিচার, যা শরীরের অক্সিজেনের মাত্রা পরিমাপ করবে।

ডিভাইসটি 10ATM রেটিং সহ এসেছে, যার জন্য এটিকে 30 মিনিটের জন্য 100 মিটার গভীর জলে বেবহার করা যাবে। পাওয়ার ব্যাকআপের এই স্মার্টওয়াচে রয়েছে 500mAh ব্যাটারি, যা 24 দিন পর্যন্ত ব্যাটারি লাইফ দিতে সক্ষম। এছাড়াও ঘড়িতে ব্যাটারি সেভার মোডও রয়েছে। যার মাধ্যমে এর ব্যাটারি লাইফ 45 দিন পর্যন্ত বাড়ানো যাবে।

Exit mobile version